বিদেশ

ইরানের অর্ধেকের বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করে আমেরিকাই

ওয়াশিংটন: গোটা বিশ্বে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে ইরান-ইজরায়েল দ্বন্দ্ব। শনিবার মধ্যরাতে ইজরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে অন্তত ৩০০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায় ইরান। কিন্তু তেল আভিভ দাবি করেছে, তারা ইরানের ৯৯ শতাংশ হামলা ব্যর্থ করেছে দিয়েছে। অর্থাৎ প্রায় সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র মাঝআকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। যদিও মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্ট অন্য কথা বলছে। ইরানের ক্ষেপণাস্ত্র রুখে দেওয়ার অন্যতম দাবিদার আমেরিকার সেনাবাহিনী। রিপোর্টে বলা হয়েছে, ইরানের ছোড়া অর্ধেকের বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেয় মার্কিন যুদ্ধবিমানগুলি। শুধু তাই নয়, আমেরিকাকে এব্যাপারে সাহায্য করে ব্রিটেন, ফ্রান্স ও জর্ডন। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, ইরানের একাধিক মিসাইল ইজরায়েলে পৌছানোর আগেই ধ্বংস করে দিয়েছে ব্রিটেনের যুদ্ধবিমান। একই দাবি করেছে জর্ডন ও ফরাসি সরকারও। ইউএস সেন্ট্রাল কমান্ড ফোর্সের তরফে জানানো হয়েছে, ইরান ও ইয়েমেন থেকে ছোড়া অন্তত ৮০টি ড্রোন এবং ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। সৌদি আরবের মার্কিন সেনাঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী মিসাইলগুলি ছোড়া হয়ে থাকতে পারে বলে ইঙ্গিত। অন্যদিকে ২৫টি ক্রুজ মিসাইল ধ্বংসের কথা জানিয়েছে ইজরায়েলের ডিফেন্স ফোর্স। এদিকে খাতায়-কলমে যুদ্ধ ঘোষণা না হলেও ইরানে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইজরায়েল। ইরানের পরমাণু শক্তি কেন্দ্রে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে রাষ্ট্রসঙ্ঘ। রাষ্ট্রসঙ্ঘের ইন্টারন্যাশনাল অ্যাটোমিক অ্যানার্জি এজেন্সির ডিরেক্টর রাফায়েল গ্রোসি নিরাপত্তা পরিষদের রিপোর্টে এমনই আশঙ্কার কথা জানিয়েছেন।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা