বিদেশ

প্রবল হট্টগোলের মধ্যে পাক সংসদে শপথ বেনজির-কন্যার

ইসলামাবাদ: জাতীয় আইনসভার সদস্য হিসেবে পাকিস্তানের সংসদীয় রাজনীতিতে হাতখড়ি হল আসিফা ভুট্টো জারদারির। সোমবার বিরোধীদের প্রবল হট্টগোলের মধ্যেও শপথ নেন তিনি। গত ২৯ মার্চ শহিদ বেনাজিরাবাদ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তিনি। আসিফ আলি জারদারি প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ায় জাতীয় আইনসভার ওই আসন ফাঁকা হয়েছিল। সোমবার বাবার স্থলাভিষিক্ত হলেন জারদারি-কন্যা। নবনির্বাচিত সদস্য আসিফাকে শুভেচ্ছা জানিয়ে এক্সে পোস্ট করেন পাক প্রেসিডেন্ট। 
নতুন দায়িত্ব বুঝে নিতে সোমবার আগেভাগেই আইনসভায় হাজির হন আসিফা। ছিলেন দাদা তথা পিপিপি চেয়ারম্যান বিলাবল ভুট্টো জারিদারিও। পিটিআই সদস্যদের বিক্ষোভের মধ্যেও শপথ অনুষ্ঠান সম্পূর্ণ হয়। যদিও তাঁর শপথের মাঝপথেই ওয়াক আউট করেন ইমরান খানের দলের সদস্যরা। পিটিআইয়ের অভিযোগ, মেয়ে আসিফাকে জেতাতে পুলিসকে কাজে লাগান পাক প্রেসিডেন্ট। আসিফার বিরুদ্ধে সম্ভাব্য প্রার্থী গুলাম মুস্তাফা রিন্দকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেপ্তার করা হয়।
১৯৯৩ সালে জন্ম হয় জারদারি পরিবারের কনিষ্ঠ কন্যা আসিফার। মা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো, বাবা আসিফ আলি জারদারি বর্তমান পাক প্রেসিডেন্ট। ১৪ বছর বয়সে জঙ্গি হানায় মা বেনজির ভুট্টোকে হারান আসিফা। নিরাপত্তার কথা ভেবে মেয়েকে বিদেশে পাঠিয়ে দেন জারদারি। লন্ডন বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড ব্রুকস বিশ্ববিদ্যালয়, এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ফের দেশে ফেরেন। এরপর ২০২০ সালে পরিবারের ঐতিহ্য মেনেই রাজনীতির অলিন্দে পা রাখেন আসিফা। তিনিই পাকিস্তানের প্রথম শিশু যিনি পোলিও টিকা নিয়েছিলেন। বর্তমানে তিনি পাকিস্তান থেকে পোলিও নির্মূলকরণ অভিযানের দূত হিসেবে পরিচিত।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা