বিদেশ

বিশ্বের সবচেয়ে বয়স্ক জোড়া-যমজ প্রয়াত

নয়াদিল্লি: মৃত্যু হল বিশ্বের সবচেয়ে বয়স্ক জোড়া-যমজ লোরি ও জর্জ শাপেলের। তাঁদের দু’জনের মাথার ৩০ শতাংশই ছিল একে অন্যের সঙ্গে যুক্ত। গত ৭ এপ্রিল পেনিসুলভেনিয়ার বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে তাঁদের মৃত্যু হয়। বয়স হয়েছিল ৬২ বছর ৬ মাস ২২ দিন। গিনেস বুক অব রেকর্ডস এক বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করেছে। শোকপ্রকাশ করে তারা জানিয়েছে, বিশ্বের সবচেয়ে বয়স্ক ‘কনজয়েন্ড’ যমজের মৃত্যুতে আমরা শোকস্তব্ধ। জর্জ কাউন্টি গায়ক হিসেবে সফল হয়েছিলেন। অন্যদিকে, টেন-পিন বোলার হিসেবে খ্যাতি পেয়েছিলেন লোরি। মাথার ৩০ শতাংশ যুক্ত থাকলেও নিজেদের পছন্দ থেকে শুরু করে পেশা—বহু বিষয়েই তাঁরা আলাদা ছিলেন।
১৯৬১ সালে ১৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন লোরি ও জর্জ। নয়ের দশকে হাসপাতালের লন্ড্রিতেও কাজ করেছেন লোরি। তাঁরাই একই   অঙ্গে যুক্ত থাকা বিশ্বের প্রথম সমলিঙ্গের যমজের তকমাও পেয়েছিলেন। ১৯৯৭ সালে তাঁদের নিয়ে একটি তথ্যচিত্রও হয়েছিল। তাতে দু’জনের ব্যক্তিগত সম্পর্ক, জীবনযাপন, দৈনন্দিন কাজকর্ম সহ একাধিক বিষয় তুলে ধরা হয়। ওই তথ্যচিত্রে প্রশ্নকর্তা জিজ্ঞাসা করেছিলেন, আপনারা কী আলাদা হতে চান? জবাবে সটান ‘না’ বলে দিয়েছিলেন জর্জ। তিনি জানিয়েছিলেন, যেটা জুড়ে রয়েছে, তাকে আলাদা করে লাভ কি? ২৭ বছর পর মৃত্যুও তাঁদের পৃথক করতে পারল না। 
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা