বিদেশ

ইজরায়েলে হামলা চালাল ইরান, মধ্যপ্রাচ্যে ঘনাচ্ছে ভয়ঙ্কর যুদ্ধের মেঘ!

তেল আভিভ, ১৪ এপ্রিল: সিরিয়ার দামাস্কাসে ইরানের দূতাবাসের অ্যানেক্স বিল্ডিংয়ে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয় এক মিলিটারি কমান্ডার এবং ছ’জন অফিসারের। গত সপ্তাহের সেই হামলার দায় ইজরায়েলের উপর চাপায় ইরান। সঙ্গে পণ করে এর জবাব সময়মতো দেওয়া হবে ইজরায়েলকে। সেই মতোই গতকাল, শনিবার রাত থেকে ইজরায়েলে হামলা শুরু করেছে ইরান। যার শুরুটা হয়েছিল অন্যভাবে। গতকাল, শনিবার সন্ধ্যায় খবর পাওয়া যায় হরমুজ প্রণালীতে একটি ইজরায়েলি পণ্যবাহী জাহাজকে কব্জায় এনেছে ইরানি বাহিনী। সূত্রের খবর, ওই জাহাজের নাবিকদের মধ্যে ১৭ জন ভারতীয় রয়েছে। তখনই গোটা বিশ্ব আশঙ্কা করে ইরান বড় কিছু করার পরিকল্পনা করছে। রাত বাড়তেই দেখা গেল ইজরায়েলের দিকে প্রায় ২০০ টি হামলাকারী ড্রোন পাঠিয়েছে ইরান। যাকে কেন্দ্র করে তৎপর হয়ে ওঠে ইজরায়েল। ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে শুরু করে ইরান। যদিও আগেভাগেই প্রস্তুত ছিল ইজরায়েলও। আয়রন ডোমের ব্যবহার করেছিল তারা। যদিও ইরানের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের আঘাতে ইজরায়েলের সুরক্ষা ব্যবস্থা, আয়রন ডোমও ভেঙে যায়। একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে, ইজরায়েলের আকাশে আয়রন ডোম ভেদ করে আছড়ে পড়ছে ক্ষেপণাস্ত্র। তারপরেই আসরে নামে আমেরিকা। ইরানের নিক্ষেপ করা ড্রোনগুলিকে ধ্বংস করতে থাকে মার্কিনি সেনা। ইরানের হামলার খবর আগেই পৌঁছে গিয়েছিল ওয়াশিংটনের কাছে। তাই গতকালই ইজরায়েল ও মার্কিন বাহিনীর সাহায্যের জন্য পূর্ব ভূমধ্যসাগরে জোড়া রণতরী পাঠানো হয়। যার ফলে ইরানের ওই হামলাকে প্রতিহত করতে পারে আমেরিকা। ইজরায়েলের পাশে দাঁড়ায় আরও দুই শক্তিধর দেশ ব্রিটেন ও ফ্রান্স। যদিও ওই হামলার জেরে কোনও বড় ক্ষতি হয়নি ইজরায়েলের, তেমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। তেল আভিভে হামলা চালানোর জন্য ইরান, সিরিয়া ও ইরাকের মাটিকে ব্যবহার করেছে বলে গোয়েন্দা সূত্রে খবর। এমনকী ইজরায়েলের উপর এই হামলার পিছনে ইরানকে সাহায্য করেছে হুথি বিদ্রোহী গোষ্ঠী ও হিজবুল্লা জঙ্গি গোষ্ঠীও। পরিস্থিতি দেখে রাষ্ট্রসঙ্ঘে তড়িঘড়ি অধিবেশন ডাকা হয়। যদিও ইরানের হামলার প্রসঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘ইজরায়েলের বাহিনীকে সাহায্য করতে আমার নির্দেশে আমেরিকার সেনা গত সপ্তাহেই ওই এলাকায় একাধিক যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী বিমান পাঠিয়েছে। এই অত্যাধুনিক বিমান এবং আমাদের সেনাবাহিনীর অসাধারণ দক্ষতায় আমরা ইরানের নিক্ষেপ করা প্রায় সব ক’টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ইজরায়েলকে সাহায্য করতে পেরেছি।’ পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও উদ্বেগ কাটেনি। ইরানের হামলার জবাবে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, ‘আমাদের উপর হামলা চালালে আমরাও পাল্টা হামলা চালাব। কোনও হুমকি সহ্য করব না, মাথা উঁচু করে দাঁড়াব। এটাই আমাদের নীতি।’ এই হামলা প্রসঙ্গে রাষ্ট্রসঙ্ঘে জবাবও দিয়েছে ইরান। চিঠিতে তারা জানিয়েছে, ইজরায়েল ফের হামলা চালালে আরও কড়া ভাষায় জবাব পাবে। এদিকে ইরান-ইজরায়েলের যুদ্ধের খবরে উদ্বিগ্ন ভারত। আজ, রবিবার সকালেই নয়াদিল্লি বিবৃতি জারি করে বলেছে, ‘পশ্চিম এশিয়ায় ইজরায়েল-ইরানের যুদ্ধ পরিস্থিতির অবনতিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এখনই যুদ্ধ থামিয়ে শান্তির পথে ফেরার আহ্বান জানাচ্ছি। আমাদের হিংসা ছেড়ে কূটনীতির পথে ফিরতে হবে। ওই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা প্রয়োজন। গোটা পরিস্থিতির উপর নজর রাখছি আমরা। দূতাবাসের মাধ্যমে সেখানে থাকা ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।’ সূত্রের খবর, গোটা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড ক্যামরনের সঙ্গে আলোচনা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। যদিও মধ্যপ্রাচ্যে এই অশান্তি সহজেই থামবে না বলেই মত বিশেষজ্ঞদের।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা