বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

গাজায় ইজরায়েলের যুদ্ধ পদ্ধতি ভুল, মন্তব্য বাইডেনের

ওয়াশিংটন: হামাসের উপর প্রতিশোধ নিতে নিরীহ গাজাবাসীর উপর নির্বিচারে বোমা বর্ষণ করে চলেছে ইজরায়েল। আন্তর্জাতিক জনমতের তোয়াক্কা না করেই। এই যুদ্ধের জেরে আমেরিকার সঙ্গেও ইজরায়েলের সম্পর্কে ফাটল দেখা দিয়েছে বলে জানালেন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার একটি স্প্যানিশ চ্যানেলে বাইডেনের সাক্ষাৎকার সম্প্রচারিত হয়। সেখানেই যুদ্ধ নিয়ে দুই দেশের এই মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। বাইডেন সাফ জানিয়েছেন, যুদ্ধ নিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদ্ধতি ভুল। এই মুহূর্তে গাজায় বিপুল ত্রাণের প্রয়োজন। সেই ত্রাণ যাতে মসৃণভাবে গাজায় পৌঁছতে পারে এবং সকলের কাছে বণ্টন করা যায়, তা ইজরায়েলের দেখা প্রয়োজন বলেও মত তাঁর। প্রথম থেকেই গাজার বিরুদ্ধে ইজরায়েলের যুদ্ধকে সমর্থন করে আসছেন বাইডেন। তবে যুদ্ধ যত এগিয়েছে, আমেরিকার সঙ্গে ইজরায়েলের সম্পর্কের ততই অবনতি হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের নানা অনুরোধ হেলায় উড়িয়ে দিয়েছেন নেতানিয়াহু। এই অবস্থায় সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে সরব হন বাইডেন। জানা যাচ্ছে, সাক্ষাৎকারটি গত সপ্তাহে রেকর্ড করা হলেও, মঙ্গলবার তা সম্প্রচার করা হয়েছে। বাইডেন বলেন, ‘নেতানিয়াহু যা করছেন, তা ভুল। তাঁর এই অবস্থান আমি সমর্থন করছি না।’ 
রাজনৈতিক স্বার্থ দেখতে গিয়েই কি নেতানিয়াহু জাতীয় স্বার্থের সঙ্গে আপোস করছেন? এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি বাইডেন। তবে তিনি বলেন, ‘এখনই ইজরায়েলের সংঘর্ষবিরতি ঘোষণা করা উচিত। গাজায় যাতে ত্রাণ পৌঁছতে পারে, তা ইজরায়েলকে দেখতে হবে। এখনই এটা করা উচিত।’

11th     April,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ