বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

দ্য গার্ডিয়ান-এর অভিযোগে হস্তক্ষেপ নয়: আমেরিকা

নয়াদিল্লি: গত সপ্তাহে ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান’-এ দাবি করা হয়েছিল, পাকিস্তানের মাটিতে ২০ জন জঙ্গির হত্যা পিছনে হাত রয়েছে ভারতের। সেই অভিযোগ ইতিমধ্যেই নস্যাৎ করে দিয়েছে নয়াদিল্লি। এবার এই ইস্যুতে মুখ খুলল আমেরিকা। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ‘আমেরিকা এই ইস্যুতে হস্তক্ষেপ করবে না। উভয়পক্ষকেই আলোচনার মাধ্যমে সমস্যার মেটানোর আহ্বান জানাব।’ তিনি আরও বলেন, ‘এই ইস্যুতে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের উপর আমরা নজর রাখছি।’ উল্লেখ্য, কয়েকদিন আগেই গার্ডিয়ানে দাবি করা হয়, ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ পাকিস্তানের মাটিতে ২০ জন জঙ্গিকে হত্যা করেছে । যদিও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, ‘অন্য দেশে গিয়ে কাউকে হত্যা করা ভারতের নীতি নয়। এটি সম্পূর্ণ ভুয়ো খবর।’ 

10th     April,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ