বিদেশ

চাঁদে ঘুমিয়ে পড়ল মার্কিন মহাকাশযান ‘ওডিসিয়াস’

কেপ ক্যানাভেরাল: মাত্র সাতদিনের আয়ু! ২২ ফেব্রুয়ারি চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছিল মার্কিন মহাকাশযান ওডিসিয়াস। ইনটুইটিভ মেশিনস নির্মিত এই মহাকাশযানের অবতরণ অবশ্য মসৃণ হয়নি। অবশেষে বৃহস্পতিবার ঘুমিয়ে পড়ল ওডিসিয়াস। জানা গিয়েছে, সঠিক পদ্ধতিতে চাঁদের মাটি স্পর্শ করতে পারেনি এই মার্কিন মহাকাশযান। আসলে পাশ ফিরে অবতরণ করেছিল ওডিসিয়াস। যার জেরে ব্যাহত হয় সৌরশক্তি সংগ্রহ। ব্যাঘাত ঘটে যোগাযোগেও। নির্মাণকারী সংস্থা ইনটুইটিভ মেশিনস অবশ্য জানিয়েছে, প্রত্যাশার চেয়ে বেশিদিন সক্রিয় থেকেছে ওডিসিয়াস। অতীতে তারা জানিয়েছিল, বুধবার রাতেই মহাকাশযানের ব্যাটারির সমস্ত শক্তি ফুরিয়ে আসবে। যদিও বৃহস্পতিবার সকালেও দিব্যি সক্রিয় ছিল ওডিসিয়াস। এদিন ফ্লাইট কন্ট্রোলারদের শেষবারের মতো ছবি পাঠায় এই মার্কিন মহাকাশযান। তারপরই বিচ্ছিন্ন হয় যোগাযোগ। শক্তি হারানোর পর চাঁদের কোলে ঘুমিয়ে পড়ে ওডিসিয়াস। এবার কমপক্ষে ১৪ দিনের অপেক্ষা। ইনটুইটিভ মেশিনসের মুখপাত্র জন মার্শাল জানান, চাঁদের হাড় কাঁপানো রাতের জন্য ওডিসিয়াসকে প্রস্তুত করতেই এই পদক্ষেপ। এ নিয়ে এক্স হ্যান্ডলে নির্মাণকারী সংস্থার পোস্ট, ‘শুভরাত্রি ওডি। আবার তোমার থেকে বার্তা পাওয়ার আশায় রয়েছি।’ ঘুমিয়ে পড়ার আগে শেষবারের মতো একটি ছবি পাঠায় ওডিসিয়াস। অবতরণের সময়ের সেই ছবিতে চন্দ্রপৃষ্ঠে থাকা মহাকাশযানের নীচের অংশ দেখা যাচ্ছে। দূরে রয়েছে ছোট পৃথিবী ও সূর্য। চাঁদে রাত কাটিয়ে ফের জেগে উঠতে পারবে ওডিসিয়াস? আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছে নাসা।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা