বিদেশ

ব্রিটেন নিবাসী প্রবীণতম ভারতীয়কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন রাজা

রূপাঞ্জনা দত্ত, লন্ডন: বর্তমান সময়ে শতায়ু পার করা বিরল না হলেও অনেক ক্ষেত্রেই তা থেকে যায় চোখের আ‌ড়া঩লে। তবে লন্ডনের বাসিন্দা দহিবেন জীবরাজ কারামশি শাহের গল্পটা একটু অন্যরকম। ১৯ ফেব্রুয়ারি নিজের ১০৯ তম জন্মদিন পার করেছেন দহিবেন। ব্রিটেনের প্রবাসী ভারতীয় মহিলাদের মধ্যে তিনিই সম্ভবত প্রবীণতম। কিন্তু তাঁর জন্মদিন পালন শুধু এইটুকুতেই থেমে থাকেনি। দীর্ঘ জীবনের স্বীকৃতি স্বরূপ দহিবেনকে বিশেষ বার্থডে কার্ড ও শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন খোদ ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। 
দহিবেন তাঁর ছোটবেলা কাটিয়েছেন গুজরাতের নবগ্রামে। অল্প বয়সেই ভাইবোনদের দেখাশোনা ও পরিবারের দায়িত্ব এসে পড়ে তাঁর কাঁধে। মাত্র ১৩ বছরে বয়সে স্বামী জীবরাজ কারামশি শাহের সঙ্গে বিয়ে হয় তাঁর। এরপর কেনিয়ার নাইরোবিতে গিয়ে সংসার পাতেন তাঁরা। বাড়ি ছাড়ার কষ্ট ভুলে কেনিয়ার পরিবেশে ক্রমশ মানিয়েও নেন। তিন ছেলে ও দুই মেয়েকে বড় করে তোলেন। ছয়ের দশকের শেষে কেনিয়ার নাগরিকদের জন্য ব্রিটেনে বসবাসের সুযোগ আসে। ততদিনে দহিবেনের সন্তানরা ব্রিটেনে চলে গিয়েছেন। সাহসে ভর করে নতুন দেশে গিয়ে বসবাসের সিদ্ধান্ত নেন দহিবেন ও তাঁর স্বামী। ১৯৭৩ সালে ব্রিটেনে চলে আসেন তাঁরা। এক ছেলেকে হারালেও নাতি-নাতনিদের নিয়ে সময় কেটে যাচ্ছে তাঁর। তবে তাঁদের কাছে ‘বা’ হিসেবেই পরিচিত তিনি। দহিবেনের দুই নাতি তুষার ও কেতন জানান, ছোটবেলায় দুষ্টুমি করলেও ‘বা’ তাঁদের যত্ন নিতে কোনও খামতি রাখতেন না। প্রথাগত শিক্ষা না থাকা সত্ত্বেও যেভাবে তিনি ব্রিটেনের জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নিয়েছেন, তাও শিক্ষণীয় বলে জানিয়েছেন তাঁরা।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা