বিদেশ

মর্গে মিলল নাভালনির ক্ষতবিক্ষত দেহ

মস্কো: মৃত্যুর পর কেটে গিয়েছে তিনটে দিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনির মৃতদেহ পায়নি তাঁর পরিবার। অবশেষে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে নাভালনির দেহ। সাইবেরিয়া অঞ্চলের সালেখার্দ জেলা হাসপাতালের মর্গে পাওয়া গিয়েছে দেহ। তাঁর মাথায় ও বুকে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে একটি রুশ সংবাদমাধ্যম দাবি করেছে। পুতিন সমালোচকের দেহ উদ্ধার হতেই মৃত্যুর কারণ নিয়ে জল্পনা শুরু হয়েছে। সরকার বিরোধীদের অভিযোগ, ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে তাঁকে। সেই জল্পনা আরও উস্কে দিয়েছেন হাসপাতালের এক প্যারামেডিক। তিনি স্থানীয় একটি সংবাদপত্রকে বলেন, জেলের মধ্যে কারও মৃত্যু হলে নিয়ম মেনে ফরেন্সিক পরীক্ষার জন্য টিম পাঠানো হয়। কিন্তু নাভালনির ক্ষেত্রে তা হয়নি। প্রথমে তাঁর দেহ জেলের নিকটবর্তী একটি ক্লিনিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর সালেখার্দ জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, ‘নাভালনির দেহ পরীক্ষা করে দেখা গিয়েছে, তাঁর মাথায় ও বুকে কালশিটে পড়ে গিয়েছে।’ ওই হাসপাতাল কর্মীর কথাতেই স্পষ্ট যে, নাভালনির মৃত্যু স্বাভাবিক নয়। ছেলের দেহ ফেরত পাওয়ার অপেক্ষায় রয়েছেন নাভালনির বৃদ্ধা মা লুদমিলা নাভালনায়া। এদিকে, নাভালনির সমর্থকদের ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিস। তাঁর মৃত্যুর খবর চাউর হতেই পথে নেমেছিলেন প্রতিবাদীরা। ইতিমধ্যে চারশোর বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে রুশ পুলিস।
5Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা