বিদেশ

স্কুলের বাইরে ৩ পড়ুয়ার উপর হামলা ঘিরে অগ্নিগর্ভ ডাবলিন

ডাবলিন: স্কুলের বাইরেই তিন পড়ুয়াকে ছুরির কোপ। ঘটনায় আহত আরও দু’জন। শুক্রবারের এই ঘটনায় রণক্ষেত্র হয়ে উঠল আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন।দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা। একাধিক দোকানে চলেছে লুটপাট। গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। পুলিসের সঙ্গে খণ্ডযুদ্ধও বাঁধে বিক্ষোভকারীদের।
জানা গিয়েছে, শরণার্থী হিসেবে আয়ারল্যান্ডে এসেছিলেন অভিযুক্ত। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ ডাবলিনের পার্নেল এলাকার ওই স্কুলে যান তিনি। সেই সময় স্কুলের বাইরে খেলছিল শিশুরা। আচমকা প্রকাশ্যেই ওই ৩ পড়ুয়ার উপর ছুরি দিয়ে হামলা চালান অভিযুক্ত। গুরুতর জখম হয় শিশুরা। আহতদের বয়স ৫ থেকে ৬-এর মধ্যে। তাদের বাঁচাতে এসে আহত হন এক তরুণী ও আরও এক ব্যক্তি। সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। ৫ বছর বয়সি এক শিশুকন্যার অবস্থা আশঙ্কাজনক। তড়িঘড়ি আততায়ীকে গ্রেপ্তার করেছে পুলিস। আততায়ীও জখম হয়েছে বলে খবর। প্রাথমিকভাবে নিরাপত্তারক্ষীদের অনুমান, আহত ওই ব্যক্তিকেই আক্রমণ করার জন্য এসেছিলেন হামলাকারী। তবে কার্যসিদ্ধিতে বাধা পাওয়ায় বাকিদের উপর হামলা চালান তিনি। সমগ্র ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি প্রকাশ্যে আসতেই হিংসা ছড়িয়েছে গোটা ডাবলিন জুড়ে। অগ্নিগর্ভ অবস্থা গোটা এলাকার। শুরু হয় বিক্ষোভ। ডাবলিনের ও’কনেল স্ট্রিটকে কেন্দ্র করে হিংসা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বাস-গাড়ি ভাঙচুর, পথচারীদের উপর হামলা, রেস্তরাঁয় আগুন— বিক্ষোভের অবস্থা তৈরি হয়েছে সেখানে। যদিও পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছে পুলিস। ডাবলিনের মতো শান্ত শহর রণক্ষেত্রের আকার ধারণ করায় কড়া বার্তা দিয়েছেন আইরিশ বিচারমন্ত্রী হেলেন ম্যাকএনটি। বিক্ষোভকারীদের আটক করারও নির্দেশ দিয়েছেন তিনি। পুলিস কমিশনার জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪০০ জন পুলিসকর্মী নিয়োগ করা হয়েছে।
8Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা