বিদেশ

ভারতে ঘোষিত খালিস্তানি জঙ্গি, কে এই গুরপতওয়ান্ত সিং পান্নুন?

নয়াদিল্লি: কানাডার মাটিতে খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারত-কানাডা কূটনৈতিক দ্বন্দ্বের পারদ এখনও নামেনি। এরইমধ্যে একটি রিপোর্টে আর এক খালিস্তানি জঙ্গি গুরপতওয়ান্ত সিং পান্নুনকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছে ফিনান্সিয়াল টাইমস। তাদের দাবি, ‘শিখস ফর জাস্টিস’-এর নেতাকে আমেরিকার মাটিতে খুনের ছক কষা হয়েছিল। যদিও সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে বাইডেনের দেশ। সংশ্লিষ্ট পরিকল্পনার নেপথ্যে নয়াদিল্লির হাত থাকার সন্দেহে ইতিমধ্যেই সতর্ক করেছে ওয়াশিংটন। পাশাপাশি ভারতকে নিরাপত্তা সংক্রান্ত একাধিক তথ্য দিয়েছে আমেরিকা। ইতিমধ্যেই বিষয়টিকে খতিয়ে দেখার কথা জানিয়েছে নয়াদিল্লি। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘আমেরিকার দেওয়া তথ্যগুলিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কারণ এগুলি জাতীয় নিরাপত্তার পরিপন্থী। বিষয়টি খতিয়ে দেখছে নির্দিষ্ট বিভাগগুলি।’ 
কে এই পান্নুন? নিজ্জরের মতোই পান্নুনও একই মতাদর্শে বিশ্বাসী। শিখদের জন্য পৃথক সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা। যার নাম হবে খালিস্তান। এর লক্ষ্যে বিশ্বজুড়ে একাধিক জঙ্গি কার্যকলাপ চালিয়েছে ‘শিখস ফর জাস্টিস’। ২০১৯ সালে এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছিল ভারত। তার পরের বছর ভারতের জঙ্গি তালিকায় নাম ওঠে এসএফজে-র অন্যতম সদস্য পান্নুনের। 
জানা গিয়েছে, এই খালিস্তানি জঙ্গি একজন আইনজীবী। আমেরিকা এবং কানাডার দ্বৈত নাগরিকত্ব রয়েছে এসএফজে-র এই জেনারেল কাউন্সেলের কাছে। খালিস্তান রাষ্ট্রের দাবিতে ইতিমধ্যেই কানাডা, ব্রিটেন ও অস্ট্রেলিয়ায় একাধিকবার গণভোটের আয়োজন করেছে সংগঠন। এদিকে আগামী ২৮ জানুয়ারি আমেরিকার সান ফ্রান্সিস্কোয় এমনই গণভোট হবে বলে জানিয়েছে ব্লুমবার্গ। সূত্রের খবর, প্রত্যেকটি ঘটনার পিছনে হাত রয়েছে পান্নুনের। এছাড়াও একাধিক নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন সোশ্যাল মিডিয়ায় একাধিক হুমকি ভিডিও পোস্ট করেছিলেন এই খালিস্তানি নেতা। সম্প্রতি এয়ার ইন্ডিয়ার যাত্রীদের হুমকি ঘিরে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। গত সেপ্টেম্বরে কানাডার হিন্দুদের দেশ ছাড়ার হুমকি দিয়েছিলেন পান্নুন। - ফাইল চিত্র
8Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা