বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

৯ মে হিংসা মামলায় আরও সমস্যা বাড়ল ইমরানের

ইসলামাবাদ: বিপদ কিছুতেই কাটছে না পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের। গত ৯ মে আল কাদির ট্রাস্টের জমি হস্তান্তর মামলায় কাপ্তানকে গ্রেপ্তার করা হয়। এরপরেই রণক্ষেত্রের চেহারা নেয় ইসলামাবাদ সহ বিভিন্ন অঞ্চল। পুলিসের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় পিটিআই সমর্থকদের। সংশ্লিষ্ট ঘটনার চালানে এবার ইমরানের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনল পুলিস। বুধবার এমনটাই জানিয়েছেন পাঞ্জাব পুলিসের এক পদস্থ  আধিকারিক। এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। বর্তমানে অ্যাটক জেলে বন্দি কাপ্তান। তোষাখানা মামলায় ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান। সংশ্লিষ্ট মামলায় তাঁকে তিন বছরের কারাদণ্ড দিয়েছিল আদালত। নির্বাচনে লড়াইয়ের উপরেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। পরে জামিন পেলেও ফের সাইফার মামলায় গ্রেপ্তার হন ইমরান। এরইমধ্যে বৃহস্পতিবার সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল পাকিস্তানের নির্বাচন কমিশন। সূত্রের খবর, জানুয়ারির শেষ সপ্তাহে সেদেশে সাধারণ নির্বাচন হতে চলেছে। ইতিমধ্যে আসন পুনর্বিন্যাসের বিষয়টি খতিয়ে দেখছে কমিশন। সবল ঠিকঠাক থাকলে আগামী ৩০ নভেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। এরপর ৫৪ দিনের নির্বাচনী প্রচার করার সুযোগ পাবে রাজনৈতিক দলগুলি। গত ৯ মে ইসলামাবাদ হাইোকর্টের সামনে থেকেই  ইমরানকে গ্রেপ্তার করেছিল রেঞ্জার্স বাহিনী। সংশ্লিষ্ট ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় ইসলামাবাদ সহ গোটা পাকিস্তান। সেনা ও সরকারি ভবনে হামলা চালায় পিটিআই সমর্থকরা। ভাঙচুর চালানো হয় রাওয়ালপিন্ডিতে অবস্থিত সেনার সদর দপ্তরে। পুলিস সহ একাধিক নিরাপত্তা সংস্থার অফিসে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ সমর্থকরা। শুধু তাই নয়, লাহোরের কর্পস কমান্ডার হাউস ও আস্কারি টাওয়ারে হামলা চালানোর অভিযোগ রয়েছে  পিটিআইয়ের একাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে। 
এবিষয়ে এক সাংবাদিক সম্মেলনে লাহোর পুলিসের তদন্তকারী অফিসার আনুশ মাসুদ জানান, সেদিন সেনা ও সরকারি ভবনে হামলায় প্ররোচনার অভিযোগ রয়েছে ইমরানের বিরুদ্ধে। সংশ্লিষ্ট মামলায় এবার কাপ্তানের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হল।

22nd     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ