বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

ভারতের বিরুদ্ধে কানাডায় খলিস্তানপন্থী নেতাকে খুনের অভিযোগ ট্রুডোর

টরোন্টো: ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গতকাল পার্লামেন্টের অধিবেশনে তিনি অভিযোগ করেন, ভারতীয় এজেন্টরা এক কানাডিয়ান নাগরিককে হত্যা করেছে। এই বছর জুন মাসে কানাডা তথা ভারতের বাইরে  সুপরিচিত খলিস্তানপন্থী নেতা হরজিৎ সিং নিজ্জরের মৃত্যুর প্রসঙ্গে কথা বলছিলেন তিনি। সেখানে তিনি বলেন, কানাডার গোয়েন্দা দপ্তরের কাছে বিভিন্ন তথ্যপ্রমাণ হাতে এসেছে। তাতে দেখা যাচ্ছে ভারতের চররাই এই খলিস্তানপন্থী নেতাকে খুন করেছে। এই কারণ দেখিয়ে অটোয়ায় ভারতের এক উচ্চপদস্থ কূটনীতিককে ইতিমধ্যেই বহিষ্কারও করা হয়েছে বলে জানান তিনি। ট্রুডোর এই আচমকা মন্তব্যের পর দুই দেশের সম্পর্কে তিক্ততা এসেছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের। যদিও ভারত ট্রুডোর এই দাবি সম্পূর্ণ নস্যাৎ করেছে। আজ কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘কানাডার প্রধানমন্ত্রীর এই অভিযোগ অদ্ভূত এবং উদ্দেশ্যপ্রণোদিত। আইনের শাসনের প্রতি ভারত সম্পূর্ণ দায়বদ্ধ’। উল্লেখ্য, হরিজিৎ সিং নিজ্জরের মৃত্যুর পর থেকেই ভারতের দিকে আঙুল তুলছিল কানাডায় বসবাসকারী খলিস্তানপন্থীরা। লাগাতার এই নিয়ে সোচ্চার ছিল তারা। কিন্তু সরাসরি কানাডার প্রধানমন্ত্রীর পার্লামেন্টে দাঁড়িয়ে এই ধরণের অভিযোগ একেবারেই নজিরবিহীন।

19th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ