বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

রাশিয়ার দখলদারে থাকা
ইউক্রেনের শহরের বাঁধ ধ্বংস
বানভাসি বিস্তীর্ণ এলাকা, মস্কো-কিয়েভ চাপানউতোর

কিয়েভ: রাশিয়ার দখলে থাকা দক্ষিণ ইউক্রেনের খারসন অঞ্চলের নোভা কাখোভকা শহরের একটি গুরুত্বপূর্ণ বাঁধ উড়িয়ে দেওয়া নিয়ে শুরু হয়েছে মস্কো-কিয়েভ চাপানউতোর। নিপার নদীর উপর সোভিয়েত জমানায় তৈরি বাঁধটি বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার পিছনে রাশিয়ার হাত দেখছে জেলেনস্কির দেশ। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় সেনা কমান্ডের দাবি সেরকমই। যদিও বাঁধ ধ্বংসকে অন্তর্ঘাত হিসেবেই দেখছে ক্রেমলিন। রুশ সেনাদের রুখতে ইউক্রেন বাহিনী নিজেরাই বাঁধটি ধ্বংস করেছে বলে পাল্টা দাবি মস্কোর। বাঁধটি উড়িয়ে দেওয়ায় ওই অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জলে ভেসে গিয়েছে।
খারসন অঞ্চলের নোভা কাখোভকা ইউক্রেনের একটি প্রধান শহর ও বন্দর। যুদ্ধের পর শহরটি এখন রাশিয়ার দখলে রয়েছে। নিপার নদীর উপর রয়েছে নোভা কাখোভকা জলবিদ্যুৎ প্রকল্প। সেটিও পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। সোমবার রাত ২টো ৫০ মিনিট নাগাদ বাঁধের একটি বড় অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে রুশ সংবাদমাধ্যম জানিয়েছে। বাঁধ ধ্বংসের জেরে তীব্র গতিতে বসতি এলাকায় জল ঢুকে পড়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শহরের রাস্তায় হাঁস চরে বেড়ানোর ছবিও ধরা পড়েছে। নোভা কাখোভকা শহরের রুশপন্থী প্রশাসনিক প্রধান ভ্লাদিমির লিয়নটায়েভ বলেন, জলস্তর দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাচ্ছে। শহরে বাসিন্দাদের উদ্ধারের জন্য ৫৩টি বাস পাঠানো হয়েছে। তাঁদের জন্য দু’টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পাশাপাশি রুশ সেনা, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও অন্যান্য কর্মীরা উদ্ধার ও ত্রাণের কাজে নেমেছেন। রুশ টেলিভিশন চ্যানেলে শহরের কেন্দ্রস্থলে জল ঢুকে পড়ার ছবি ধরা পড়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেন ইচ্ছাকৃতভাবে নাশকতা করেছে। এব্যাপারে আমরা নিশ্চিত। অন্যদিকে, বাঁধ ধ্বংসের জেরে কয়েক ঘণ্টার মধ্যে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার নিতে পারে বলে আশঙ্কা ইউক্রেন প্রশাসনের। উদ্বিগ্ন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও। পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা এবং সামরিক আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন তিনি। বাঁধ ধ্বংসের পিছনে রাশিয়ার হাত দেখছে ন্যাটোও।

7th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ