বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

পুতিনের সঙ্গে বৈঠকের পরই
অসুস্থ বেলারুশের প্রেসিডেন্ট
বিষক্রিয়ার জল্পনা উস্কে দিলেন বিরোধী নেতা

মস্কো: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চলছিল রুদ্ধদ্বার বৈঠক। এরপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। সঙ্কটজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় মস্কোর একটি হাসপাতালে। বেলারুশের বিরোধী নেতা ভ্যালেরি সেপকালো শনিবার টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পরই লুকাশেঙ্কো অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে মস্কোর সেন্ট্রাল ক্লিনিকাল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি লিখেছেন, ‘আমাদের কাছে যেটুকু তথ্য এসেছে, তাতে প্রেসিডেন্টের অবস্থা সঙ্কটজনক। তবে, বিস্তারিত ও সঠিক তথ্যের অপেক্ষায় রয়েছি। লুকাশেঙ্কোকে দেশে ফিরিয়ে আনার জন্য সেরা বিশেষজ্ঞ চিকিৎসকদের মস্কোতে পাঠানো হয়েছে।’ এখানেই শেষ নয়। লুকাশেঙ্কোকে বিষ খাইয়ে হত্যার জল্পনাও উস্কে দিয়েছেন ভ্যালেরি। তাঁর অভিযোগ, ‘বিষক্রিয়ার কারণে বেলারুশের স্বৈরচারী শাসকের মৃত্যু হলে ক্রেমলিনের দিকে কেউ যাতে আঙুল না তোলে, তাই লুকাশেঙ্কোকে বাঁচানোর জন্য এখন নাটক করা হচ্ছে।’ 
লুকাশেঙ্কোর  পুতিন ঘনিষ্ঠ বলেই পরিচিতি। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের শুরু থেকে আগাগোড়াই রাশিয়ার পাশে থেকেছে বেলারুশ প্রশাসন। ৯ মে মস্কোর রেড স্কোয়ারে ‘বিজয় দিবস’-এর উৎসবে উপস্থিত ছিলেন লুকাশেঙ্কো। তারপর থেকেই তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে। যদিও সেই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়ে লুকাশেঙ্কো জানান, ‘আমি এখনই মরছি না।’ রাশিয়ার সংবাদসংস্থা তাস সূত্রে খবর,মস্কোর পারমাণবিক ক্ষেপণাস্ত্র বেলারুশে বিশেষভাবে সংরক্ষণের জন্য গত সপ্তাহেই দু’পক্ষের মধ্যেএকটি চুক্তি হয়েছে।

30th     May,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ