বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

কানাডায় বিয়ের অনুষ্ঠানে খুন
ভারতীয় বংশোদ্ভূত গ্যাংস্টার

ভ্যাঙ্কুভার: কানাডায় এক বিয়ের অনুষ্ঠানের আনন্দে মশগুল ছিলেন। এরইমধ্যে আচমকাই গর্জে উঠল বন্দুক। উপস্থিত অভ্যাগতরা ভয়ে ছোটাছুটি লাগিয়ে দিলেন। এরমধ্যেই গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লেন  পাঞ্জাবি গ্যাংস্টার অমরপ্রীত সামরা। ঘটনাস্থলেই মৃত্যু হল তাঁর। সেদেশের পুলিসের তালিকায় সবচেয়ে কুখ্যাত গ্যাংস্টার হিসেবে নাম ছিল সামরার। তবে তাঁকে কে বা কারা খুন করল তা জানা যায়নি। 
স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভ্যাঙ্কুভারের ফ্রেসারভিউ ব্যাঙ্কোয়েট হলে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানেই যোগ দিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত অমরপ্রীত ও তাঁর ভাই রবিন্দর। রাত দেড়টা নাগাদ বিয়েবাড়িতে চলছিল নাচের আসর। নাচে মত্ত ছিলেন দু’জনেই। হঠাত্ই গান বন্ধ হয়ে যায়। তখন ডান্সফ্লোর থেকে নীচে নেমে আসেন অমরপ্রীত। পরীক্ষা করতে থাকেন রেকর্ডার। তখনই তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। পুলিস সূত্রে খবর, অমরপ্রীতের বিরুদ্ধে ঝুলছে একাধিক মামলা। তবে বিয়ের আসরে এভাবে কে বা কারা তাঁকে খতম করলেন, তা খতিয়ে দেখছে পুলিস।

30th     May,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ