বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

ডোকা লা সমস্যা সমাধানে চীনেরও  সমানাধিকার
রয়েছে, বিবৃতি ভুটানের প্রধানমন্ত্রীর
উদ্বেগ বাড়ছে দিল্লির

নয়াদিল্লি: ডোকা লা নিয়ে বড় ধাক্কা নয়াদিল্লির। প্রশ্নের মুখে মোদি সরকারের বিদেশনীতি। বেলজিয়ামের এক সাংবাদপত্রকে সাক্ষাৎকার দিতে গিয়ে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বলেছেন, ডোকা লা সমস্যার সমাধানে চীনেরও সমানাধিকার রয়েছে। তিনি বলেছেন, এই সমস্যার সমাধান ভুটান একা করতে পারবে না। তিনটি দেশ এখানে রয়েছে। বড় বা ছোট বলে কিছু হয় না। প্রত্যেকেরই সমানাধিকার রয়েছে। সাক্ষাৎকারে ভুটানের প্রধানমন্ত্রী বলেছেন, ভুটান প্রস্তুত। অন্য দু’টি দেশ রাজি হলেই আলোচনা শুরু করা যেতে পারে। সোজা কথায় ভুটানের প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, ডোকা লা বিতর্ক মেটাতে ভারত ও চীনের মধ্যে দৌত্যের কাজ করতে প্রস্তুত তাঁর দেশ।
২০১৭। ভারতের সিকিম লাগোয়া ডোকা লায় অবৈধভাবে চীন রাস্তা নির্মাণ করছে বলে অভিযোগ তোলে নয়াদিল্লি। লাল ফৌজকে ঠেকাতে ডোকা লা পৌঁছে যায় ভারতীয় জওয়ানরা। দু’পক্ষের মধ্যে দু’মাসেরও বেশি অচলাবস্থা ছিল। শেষ পর্যন্ত ওই অঞ্চল থেকে পিছু হটে চীনা ফৌজ। কিন্তু ডোকা লা থেকে সরে গেলেও, ভুটানের জমি দখলদারি থেকে সরে আসেনি চীন। এই ঘটনার প্রতিবাদে সরব নয়াদিল্লি। কারণ ভুটানে দখলদারি চালিয়েই শিলিগুড়ি করিডর বা ‘চিকেন নেক’কে ঘিরে ধরার কৌশল চীনের।

29th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ