বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

মাঝ আকাশে সংঘর্ষ
এড়াল দুই বিমান

কাঠমাণ্ডু: ফের নেপাল। এবার মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষের হাত থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়া ও নেপাল এয়ারলাইন্সের দু’টি বিমান। পাইলটদের তৎপরতায় প্রাণে বাঁচেন দুই বিমানের শতাধিক যাত্রী। এই ঘটনায় গাফিলতির অভিযোগ পেয়ে দুই কর্মীকে সাসপেন্ড করেছে নেপালের অসামরিক বিমান কর্তৃপক্ষ (সিএএএন)। পাশাপাশি ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। গত শুক্রবার নেপাল এয়ারলাইন্সের একটি বিমান কুয়ালা লামপুর থেকে কাঠমাণ্ডু ফিরছিল। অন্যদিকে দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিমানেরও ওই সময় কাঠমাণ্ডু নামার কথা ছিল। সিএএএনের মুখপাত্র জগন্নাথ নিরৌলা বলেন, মাঝ আকাশে দু’টি বিমান খুবই কাছাকাছি চলে এসেছিল। কিন্তু দ্রুত বিষয়টি পাইলটদের নজরে আসায় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ওই সময় এয়ার ইন্ডিয়ার বিমানটি ১৯ হাজার ফুট উচ্চতায় উড়ছিল। অন্যদিকে নেপালের বিমানটি উড়ছিল ১৫ হাজার ফুট উচ্চতায়। দু’টি বিমান কাছাকাছি চলে আসায় বিপদ সঙ্কেত পান দুই পাইলট। তখন এটিসির তরফে নেপালের বিমানটিকে সাত হাজার ফুট নীচে আসতে বলা হয়। নির্দেশ পেয়ে পাইলট গতি কমিয়ে ওই উচ্চতায় বিমানটি নামিয়ে আনেন। ফলে কোনও অঘটন ঘটেনি। গত জানুয়ারি মাসে নেপালের ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান রানওয়ের কাছে পাহাড়ে ভেঙে পড়লে ৬৮ জন যাত্রীর মৃত্যু হয়েছিল। 

27th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ