বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

ইউক্রেনে ভোকেশনাল স্কুল-আবাসনে
ড্রোন হামলা চালাল রাশিয়া, হত চার

কিয়েভ: বিপরীত দুই অক্ষের প্রতিদ্বন্দ্বিতার জের আরও বিস্তৃত হচ্ছে ইউক্রেনে। আর তার জেরে এই দেশ ক্রমশ বধ্যভূমি হয়ে উঠছে। মঙ্গলবার রাশিয়া সফরে যান চীনা প্রেসিডেন্ট জি জিনপিং। আর সেদিনই সকলকে চমকে দিয়ে ইউক্রেনকে সমর্থন জানাতে কিয়েভে হাজির হন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এশিয়ার প্রতিদ্বন্দ্বী দুই দেশের রাষ্ট্রপ্রধানরা মস্কো ও কিয়েভ ছাড়তেই আবার উত্তপ্ত ইউক্রেন। মঙ্গলবার মধ্যরাতে কিয়েভের উপকণ্ঠে আরজিসিভ শহরে একটি ভোকেশনাল স্কুল এবং দু’টি আবাসনে ড্রোন হামলা চালায় রাশিয়া। তাতে মোট চারজনের মৃত্যু হয়। এঁদের মধ্যে রয়েছেন ৪০ বছরের এক ব্যক্তি। আঞ্চলিক পুলিস প্রধান আনদ্রি নেভিতভ বলেন, ‘আবাসনের পাঁচতলার ধ্বংসস্তূপ থেকে ওই ব্যক্তির দেহ বের করা হয়েছে। গুরুতর জখম আরও ২০। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে।’ তবে থেমে নেই ইউক্রেনও। রুশ হামলার পাল্টা জবাব দিচ্ছেন প্রেসিডেন্ট ভালোদামির জেলেনস্কি। রাশিয়ার ২১টি ড্রোনের মধ্যে ১৬টিই গুলি করে নামিয়েছে বলে বুধবার ইউক্রেন দাবি করেছে। এর মধ্যে আটটি নামানো হয়েছে রাজধানী কিয়েভের কাছে। বাকিগুলি নামানো হয়েছে পশ্চিমের খেমিলিন্সকি প্রদেশে। এ প্রসঙ্গে জেলেনস্কির টুইট, ‘গত রাতে ২০টিরও বেশি ভয়ানক ইরানিয়ান ড্রোন, ক্ষেপণাস্ত্র ও শেল হামলা চালিয়েছে জঙ্গি রাশিয়া। যখনই কেউ শান্তির কথা বলে, মস্কো তখনই মারণ হামলা চালায়।’ কিয়েভ থেকে পোল্যান্ড উড়ে গিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী কিশিদা। উন্নয়নের রসদ নিয়ে ইউক্রেনের পাশে দাঁড়ানোর জন্য পোল্যান্ডের কাছে আবেদন করেছেন তিনি।

23rd     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ