বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

চোকসির রেড কর্নার নোটিস সরাল ইন্টারপোল

নয়াদিল্লি: ভারত থেকে ফেরার ব্যবসায়ী মেহুল চোকসির উপর থেকে  রেড কর্নার নোটিস সরিয়ে নিল ইন্টারপোল। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১১ হাজার কোটি টাকা প্রতারণার মামলা ঝুলছে তাঁর বিরুদ্ধে। দীর্ঘদিন থেকেই তাঁকে দেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছে সরকার। ২০১৮ সালের ডিসেম্বরে ইন্টারপোল তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেছিল। জানা গিয়েছে, সেই নোটিস প্রত্যাহারের জন্য আর্জি জানিয়েছিলেন চোকসি। আবেদন যাতে মঞ্জুর না হয় সেজন্য জোর লড়াই চালিয়েছিল সিবিআই। কিন্তু জানা গিয়েছে, চেষ্টা সফল হয়নি। চলতি বছরের শুরুতে ফেরার হীরে ব্যবসায়ীর নাম রেড কর্নার নোটিসের তালিকা থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে মেহুল চোকসির প্রত্যর্পণ ধাক্কা খেতে পারে। নোটিস সরিয়ে নেওয়ায় অ্যান্টিগা ও বারমুডা থেকে যে কোনও দেশে চলে যেতে পারবেন চোকসি। আবেদনে চোকসি দাবি করেছিলেন যে, ২০২১ সালের মে মাসে তাঁকে ভারত সরকারের এজেন্টরা অপহরণ করে অত্যাচার চালিয়েছিল। সূত্রের খবর, ভারতে ফিরলে চোকসিকে বিপাকে পড়তে হবে বলে মনে করছে ইন্টারপোল। এর প্রেক্ষিতেই তাঁর আর্জিতে সায় দিয়েছে ইন্টারপোল। 

21st     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ