বিদেশ

সান ফ্রান্সিসকোয় খলিস্তানপন্থীদের
হামলা ভারতীয় কনস্যুলেটে
অমৃতপাল কাণ্ড

ওয়াশিংটন: লন্ডনের পর সান ফ্রান্সিসকো। স্বঘোষিত ধর্মগুরু অমৃতপালের বিরুদ্ধে গ্রেপ্তারি অভিযানের প্রতিবাদে রবিবার ব্রিটেনে ভারতীয় হাইকমিশনে তাণ্ডব চালায় খলিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদীরা। নামিয়ে দেওয়া হয় জাতীয় পতাকা। আর সোমবার আমেরিকার সানফ্রান্সিসকোতে খলিস্তানি সমর্থকদের হাতে আক্রান্ত হল ভারতীয় কনস্যুলেট ভবন। জনপ্রিয় পাঞ্জাবী গান চালিয়ে তারা ভাঙচুর চালিয়েছে। কনস্যুলেটের বাইরে অমৃতপালের ‘মুক্তি’র দাবিতে রং দিয়ে এঁকে দেওয়া হয় দেওয়ালচিত্র। ঘটনার বিভিন্ন ভিডিও বানিয়ে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় হামলাকারীরাই। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কনস্যুলেটের বাইরে খলিস্তানি পতাকা খুলে দিচ্ছেন তিন দূতাবাস কর্মী। হঠাৎই তাঁদের উপর আক্রমণ করে বসে খলিস্তানপন্থীরা। তাড়া খেয়ে কর্মীদের মধ্যে দু’জন কনস্যুলেটের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দেন। তাতে আরও হিংস্র হয়ে ওঠে খলিস্তানপন্থী বিক্ষোভকারীরা। পতাকা ওড়ানোর লাঠি দিয়েই কনস্যুলেটের কাচের জানালা এবং দরজা ভেঙে দেয়। একটি ভিডিওতে তলোয়ার হাতে কাচ ভাঙতেও দেখা গিয়েছে এক খলিস্তানপন্থীকে। 
অন্যদিকে, পতাকা খোলার অভিঘাত কাটিয়ে এখন স্বাভাবিক লন্ডনের ভারতীয় হাইকমিশন। এদিন লন্ডনের ইন্ডিয়া হাউসের বাইরে বিশাল তেরঙা ঝুলিয়ে খলিস্তানিদের জবাব দেওয়া হয়েছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, খলিস্তানি পতাকা ফেলে জাতীয় পতাকা টাঙিয়ে দিচ্ছেন হাইকমিশনের কর্মীরা। সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই ছবি এখন রীতিমতো ভাইরাল। অনেকেই ভারতীয় হাইকমিশনের এই উদ্যোগের প্রশংসা করেছেন। সেই ছবি পোস্ট করে বিজেপির জাতীয় মুখপাত্র জয়বীর শেরগিলের টুইট, ‘ঝান্ডা উঁচা রহে হামারা। হাইকমিশনে যারা জাতীয় পতাকার অবমাননা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক ব্রিটিশ সরকার।’
লন্ডনে খলিস্তানপন্থীদের বিক্ষোভ (বঁাদিকে)। বিশাল তেরঙা ঝুলিয়ে খলিস্তানিদের পাল্টা জবাব। ছবি: পিটিআই
16Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা