বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

ফের সবথেকে সুখী দেশ ফিনল্যান্ড,
১২৬তম স্থানে ভারত: রিপোর্ট

নিউইয়র্ক: বিশ্বের সুখী দেশগুলির তালিকায় শীর্ষে ফিনল্যান্ড। এই নিয়ে ষষ্ঠবার। দেড়শোর বেশি দেশকে নিয়ে তৈরি তালিকায় ভারত রয়েছে ১২৬ তম স্থানে। প্রতিবেশী নেপাল, চীন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার থেকেও নীচে। সোমবার আন্তর্জাতিক সুখ দিবস উপলক্ষ্যে প্রকাশিত একটি রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। এদিন বিশ্বের সুখী দেশ নিয়ে তাদের বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে রাষ্ট্রসঙ্ঘের একটি সংস্থা। রিপোর্ট অনুযায়ী, ফিনল্যান্ডের পর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ডেনমার্ক ও আইসল্যান্ড। সমীক্ষার সঙ্গে যুক্ত এক গবেষকের কথায়, ‘নর্ডিক দেশগুলিতে ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর ভরসার মাত্রা অনেকটাই বেশি। শুধু তাই নয়, করোনা মহামারী পর্বে পশ্চিম ইউরোপের অধিকাংশ দেশের তুলনায় এই দেশগুলিতে মৃত্যুহার অনেক কম। ২০২০ এবং ২০২১ সালে নর্ডিক দেশগুলিতে প্রতি ১ লক্ষ মানুষের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে। পশ্চিম ইউরোপের অন্য দেশগুলিতে সেই সংখ্যাটা ৮০।’  
রিপোর্ট অনুযায়ী, এক বছরের বেশি সময় ধরে চলতে থাকা যুদ্ধের প্রভাব পড়েছে দুই যুযুধান দেশ ইউক্রেন ও রাশিয়ার উপর। তালিকায় রাশিয়া রয়েছে ৭২ স্থানে। অন্যদিকে, তালিকায় ৯২ তম স্থানে জেলেনস্কির দেশ। নির্দিষ্ট মাপকাঠি ব্যবহার করে তৈরি হয়েছে এই তালিকা। শুধু ব্যক্তিগত সুখ নয়, রিপোর্ট তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশের আর্থিক বৃদ্ধির হার, মানুষের গড় আয়ু, সামাজিক সহায়তা, কাজের স্বাধীনতা ও দুর্নীতির মতো বিষয়। রিপোর্টের দায়িত্বে থাকা এক গবেষক বলেন, ‘২০২১ সালে করোনার মতো কঠিন সময়ে মানুষের মধ্যে অচেনা ব্যক্তিদের সাহায্য করার প্রবণতা বেড়েছে।’

21st     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ