বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

প্রশাসনিক পদে স্বজনপোষণ
নয়, ফতোয়া তালিবানের

কাবুল: আফগানিস্তানে ক্ষমতা পুনর্দখলের পর একাধিক ফতোয়া জারি করেছে তালিবান। এর জন্য বারবার আন্তর্জাতিক মহলের সমালোচনার মুখে পড়তে হয়েছে তাদের। তবে এবার নিজেদের চেনা ছক থেকে বেরিয়ে সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটল আফগান প্রশাসন। সে দেশে নিয়োগের ক্ষেত্রে স্বজনপোষণের ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা জারি করল সরকার। শনিবার এমনই নির্দেশ দিয়েছেন তালিবানের শীর্ষনেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০২১ সালে ক্ষমতায় আসার পরই বেশ কয়েকজন অভিজ্ঞ সরকারি আধিকারিকদের বরখাস্ত করে তালিবান। অনেকেই পালিয়ে গিয়েছিলেন দেশ ছেড়ে। তখন ওই সমস্ত শূন্যপদে তালিবান ঘনিষ্ঠ ব্যক্তিরা নিযুক্ত হয়েছিলেন। তাঁদের অনেকেই অনভিজ্ঞ ও অদক্ষ। পরে অভিযোগ উঠেছিল, তালিবান নেতারা নিজের ছেলে, ভাই বা আত্মীয়কে যোগ্যতা যাচাই না করে প্রশাসনিক পদে বসিয়েছিলেন। এবার সেই সমস্ত নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছে আফগান সরকার। তাদের সকলকে ছাঁটাইয়ের আদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কঠোরভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ভবিষ্যতে নিয়োগের ক্ষেত্রে কোনওরকম স্বজনপোষণ চলবে না।

21st     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ