বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ
ভূমিকম্পে মৃত ৬৪০

আঙ্কারা: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক! রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। তীব্র কম্পনের ফলে তুরস্ক ও সিরিয়ায় ভেঙে পড়েছে একাধিক বাড়ি-ঘর। যার জেরে এখনও অবধি দুই দেশ মিলিয়ে মোট ৬৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। এখনও ধ্বংসস্তুপের নীচে আটকে রয়েছেন বহু মানুষ। তুরস্ক ও সিরিয়ার পাশাপাশি ইরাক, লেবানন-সহ আশেপাশের বেশ কয়েকটি দেশে এই কম্পন অনুভূত হয়।  সাতসকালে অধিকাংশ মানুষই যখন ঘুমোচ্ছিলেন তখন প্রথমবার ভূকম্পন হয়। সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই  ধেয়ে আসে ভূমিকম্পের আফটার শক।  হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভূমিকম্পের কেন্দ্রস্থল সংলগ্ন এলাকাগুলির একাধিক বাড়ি। সিরিয়ায় ১১৯ জন মারা গিয়েছেন বলে খবর। বিশেষজ্ঞদের মতে, কম্পনের কেন্দ্রস্থল ছিল তুরস্কের নুরদাগি শহরে ভূপৃষ্টের প্রায় ৯ কিমি গভীরে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধারের কাজ জোরকদমে চলছে। ধ্বংসস্তুপের নীচে আটকে পড়া মানুষদের দ্রুত উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে।

6th     February,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ