বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

দুবাইয়ে প্রয়াত প্রাক্তন
পাক প্রেসিডেন্ট মোশারফ

ইসলামাবাদ ও দুবাই: প্রয়াত পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট তথা সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশারফ। বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন ধরেই অ্যামিলোইডুসিস নামে এক বিরল রোগে ভুগছিলেন তিনি। গত বছরের মাঝামাঝি থেকে শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। জুন মাসে মোশারফের পরিবারের তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়েছিল, ‘অঙ্গপ্রত্যঙ্গ কাজ করছে না। যে অবস্থায় তিনি রয়েছেন, সেখান থেকে ফিরে আসা সম্ভব নয়।’ রবিবার দুবাইয়ের আমেরিকান হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কার্গিল যুদ্ধের ‘চক্রী’। 
১৭ বছর বয়সে সেনা অ্যাকাডেমিতে যোগ দেন ‘মোহাজির’। সামরিক পোশাকে কেরিয়ার শুরু থেকে জীবনের শেষ দিন পর্যন্ত গোটাটাই ছিল নাটকীয়তায় মোড়া। বিতর্ক ও বজ্রকঠিন ব্যক্তিত্বের বিরল মিশেলে তৈরি ছিলেন অবিভক্ত ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করা পারভেজ। কূট-কৌশলে অনেককেই পিছনে ফেলে পাক সেনার শীর্ষ পদে বসেন। ১৯৯৯ সালে লাহোরে অটলবিহারী বাজপেয়ি ও নওয়াজ শরিফ ঐতিহাসিক শান্তি চুক্তিতে সই করেন। তবে সেই স্থিতাবস্থা বেশিদিন স্থায়ী হতে দেননি মোশারফ। কার্গিল যুদ্ধ বাধিয়ে দেন। তাতে শোচনীয় পরাজয়ের পর শুরু করেন কেরিয়ারের দ্বিতীয় ইনিংস। মরিয়া হয়ে ওঠেন প্রশাসক হিসেবে নিজেকে তুলে ধরতে। রক্তপাতহীন অভ্যুত্থানে গদিচ্যুত করেন তত্কালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে। এরপর পাকিস্তানের মুখ্য প্রশাসক থেকে শুরু করে প্রেসিডেন্ট— বিভিন্ন পদে বসে প্রায় একদশক দেশশাসন করেছেন তিনি। সেই মোশারফকেই ২০১৯ সালে দেশদ্রোহে দোষীসাব্যস্ত করা হয়। তারপর স্বেচ্ছানির্বাসনে দুবাইয়ে চলে যান তিনি। মৃত্যু সেখানেই। 

6th     February,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ