বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

প্রয়াত পাকিস্তানের প্রাক্তন
প্রেসিডেন্ট পারভেজ মুশারফ

দুবাই, ৫ ফেব্রুয়ারি: প্রয়াত পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। অ্যামিলোইডুসিসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে দুবাইয়ের এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে পাক মিডিয়া সূত্রে খবর। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। গত বছরেই মুশারফের পরিবারের তরফে জানানো হয়েছিল তাঁকে বাঁচানো সম্ভব নয়। ২০১৬ সাল থেকেই দুবাইতে চিকিৎসার জন্য ছিলেন তিনি। ১৯৪৩ সালে ১১ আগষ্ট অবিভক্ত ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেছিলেন পারভেজ মুশারফ। পরে পাকিস্তানে চলে গিয়েছিল তাঁদের পরিবার। করাচির সেন্ট প্যাট্রিকস হাই স্কুলে পড়াশুনা করেন তিনি। লাহোরের ফোরম্যান ক্রিশ্চিয়ান কলেজে উচ্চশিক্ষার পাঠ নিয়ে ১৯৬১ সালে পাকিস্তানের সেনাবাহিনীতে যোগ দেন তিনি। সেখান থেকে সেনাপ্রধান ও পরে ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট পদে দায়িত্ব সামলান তিনি। ২০১৯ সালে দেশদ্রোহী আইনে দোষী সাব্যস্ত হন মুশারফ। তারপরে পাকিস্তানে তাঁকে প্রাণদণ্ডের শাস্তি দেওয়া হয়। যদিও সেই শাস্তি পরবর্তীতে প্রত্যাহার করা হয়। দুবাই থেকে মুশারফের মরদেহ পাকিস্তানে নিয়ে যাওয়া হবে কিনা সেই বিষয়ে কিছুই জানা যায়নি।

 

5th     February,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ