বিদেশ

ইউক্রেনের ৪ অঞ্চল রাশিয়ায় অন্তর্ভুক্তির
বিরুদ্ধেও রাষ্ট্রসঙ্ঘে ভোট দিল না ভারত

নয়াদিল্লি: ইউক্রেনের চারটি অঞ্চল অন্তর্ভুক্ত করেছে রাশিয়া। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা কাউন্সিলে আনা খসড়া নিন্দা প্রস্তাবে ভোটদানে বিরত থাকল ভারত। তবে অবিলম্বে আলোচনার মাধ্যমে হিংসা বন্ধের দাবি জানিয়েছে ভারত। 
শুক্রবারই রাশিয়া ওই নিন্দা প্রস্তাবে ভেটো দেয়। নিন্দা প্রস্তাবে বলা হয়েছিল, ইউক্রেনের চারটি অঞ্চল অন্তর্ভুক্ত করার যে সিদ্ধান্ত রাশিয়া ঘোষণা করেছে, তা প্রত্যাহার করা হোক। কারণ এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে হুমকির শামিল। ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনও চলছে। আকাশ ছুঁয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ। অগণিত মৃত্যু খবর পাওয়া গিয়েছে। যুদ্ধ কবে শেষ হবে জানাতে আগ্রহী গোটা বিশ্ব। রাষ্ট্রসঙ্ঘে বারবার রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হয়েছে। যদিও সব ক্ষেত্রেই নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে ভারত। রাশিয়ার বিরুদ্ধে কোনও নিন্দা প্রস্তাবেই ভোট দেয়নি নয়াদিল্লি। আবার ইউক্রেনের সঙ্গেও সম্পর্ক বজায় রেখে চলা হয়েছে। এমন অবস্থায় ইউক্রেনের চারটি অঞ্চল গণভোটের মাধ্যমে নিজেদের দখলে নেওয়ার কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই প্রসঙ্গে রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজি বলেন, ইউক্রেনের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে বিরক্ত ভারত। আমরা সবসময় বলেছি, প্রাণের বিনিময়ে কোনও সমস্যারই সমাধানই হতে পারে না। তিনি নরেন্দ্র মোদির মন্তব্যের পুনরাবৃত্তি করে জানান, এটা যুদ্ধের যুগ নয়। অবিলম্বে হিংসা বন্ধের জন্য সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সমস্যা মেটানোর একমাত্র পথ কথা চালিয়ে যাওয়া।
22Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা