দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

রেমালে বিপর্যস্ত উত্তর-পূর্বের রাজ্যগুলি, মেঘালয়ে মৃত ৩০

নয়াদিল্লি: ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্য। মিজোরাম, অসম, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ডে রেমালের প্রভাবে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে ওঠে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মেঘালয়। সেখানে প্রাণ হারিয়েছেন ৩০ জন। মিজোরাম প্রশাসন সূত্রে খবর, আইজলের মেলথাম এবং হিলিমেন থেকে ১৪ জনের দেহ উদ্ধার হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে ত্রাণের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে এককালীন ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। চারটি পৃথক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে অসমে। কামরূপ জেলায় স্কুলবাসের উপর গাছ ভেঙে জখম হন ১২ পড়ুয়া। ভেঙে পড়েছে শিলচর-হাফলং রাজ্য সড়ক। ভূমিধস এবং গাছ  উপড়ে পড়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ডেও। মণিপুরের রাজধানী শহর ইম্ফলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। মেঘালয় এবং নাগাল্যান্ডে দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু হয়েছে দু’জনের। ৩৭ এবং ১৫০ নম্বর জাতীয় সড়কে ভূমিধসে পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে রয়েছে। মণিপুরের জন্য ২ কোটি ২৬ লক্ষ টাকার সহায়তা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন।
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা