দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

শেষ দফায় মরণকামড়! সক্রিয় এজেন্সি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কাই সত্যি হল! শেষ দফায় মরণকামড় দিতে ফের ‘কেন্দ্রীয় এজেন্সি’কে আসরে নামাল গেরুয়া শিবির। আর তারাও বেছে বেছে তৃণমূলের ‘ভোট ম্যানেজার’দের মাত্র একদিনের নোটিসে তলব শুরু করেছে। এজেন্সির সম্ভাব্য ‘তলব’ ও ‘হানা’র বিষয়ে মঙ্গলবারই শঙ্কা প্রকাশ করেছিলেন অভিষেক। প্রচার সভায় সতর্ক করেছিলেন কর্মীদের। এরপর মধ্যরাত থেকেই বেছে বেছে কলকাতা লাগোয়া যাদবপুর, বারাসত ও বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল ‘ভোট ম্যানেজার’দের হাজিরার নোটিস পাঠাতে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সন্দেশখালির নেতাদের অধিকাংশ তো জানেনই না, কেন তাঁদের ডাকা হয়েছে। তবে ওয়াকিবহাল মহলের বক্তব্য, সেখানকার ‘তথাকথিত’ গণধর্ষণের মামলার সূত্রেই এই তলব। শেষ লগ্নের প্রচার পর্ব চলাকালীন দলের ভোট ম্যানেজারদের তলবের ঘটনায় বেজায় ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রচারপর্বে তা বারবার ব্যক্তও করেছেন। কেন্দ্রীয় এজেন্সিগুলিকে সতর্ক করে তাঁর বার্তা—‘মনে রাখবেন, মোদিবাবু কিন্তু থাকবেন না। ভোটের আগে এসব করা যায় না!’
কারা পেয়েছেন এই নোটিস? রাজ্যের শাসকদলের ভোট-যুদ্ধের সেই সেনাপতিরা হলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড়ের নেতা সওকত মোল্লা, বারাসত আসনের তরুণ তুর্কি দেবরাজ চক্রবর্তী এবং বসিরহাটের অন্তর্গত সন্দেশখালি বিধানসভার কেন্দ্রের প্রথম সারির দিলীপ মল্লিক, কৃষ্ণেন্দু বিশ্বাস, গৌর রায় সহ ছ’জন। বুধবারই তাঁদের নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই। কিন্তু নির্বাচনী প্রচারের শেষ লগ্নে এভাবে হাজিরা দেওয়া সম্ভব নয় বলেই জানিয়ে দিয়েছেন সওকত মোল্লা সহ বাকিরা। আগামী ৪ জুন ভোটের ফল ঘোষণার পর তাঁরা সিবিআই অফিসারদের মুখোমুখি হবেন। 
এজেন্সিকে ময়দানে নামিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করার এই মরিয়া চেষ্টা শুধু এ রাজ্যেই সীমাবদ্ধ নেই। পাঞ্জাবেও শেষ দফার ভোটের আগে কৃষক আন্দোলনের ‘মুখ’ হিসেবে পরিচিত নেতাদের ‘গৃহবন্দি’ করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই বিষয়টি কার্যকর করার জন্য কেন্দ্রের তরফে প্রবল চাপ সৃষ্টির অভিযোগও উঠেছে।
সিবিআই সূত্রে অবশ্য জানা গিয়েছে, কয়লা পাচার মামলায় তলব করা হয়েছে ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লাকে। গত বছরের শেষ দিকেও এই কাণ্ডে তিনি নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন। তারপর দীর্ঘদিন চুপচাপ ছিল তদন্তকরী সংস্থা। হঠাৎ শেষ দফার ভোটের আগেই তারা কেন ‘সক্রিয়’ হয়ে উঠল, সেই প্রশ্নই এদিন ছুড়ে দেন তৃণমূল সুপ্রিমো। এদিন বারুইপুরের নির্বাচনী সভা মঞ্চে দৃশ্যত ক্ষিপ্ত মমতা বলেন, ‘গত দু’মাস ধরে বিজেপি লাগাতার নোংরামো করছে। সিবিআই, ইডি, আয়কর দপ্তরের সঙ্গে লড়াই করছি। সওকত খুব ভালো দলের কাজ করে। দিল দিয়ে কাজ করে। বাঘের বাচ্চার মতো লড়াই করে। তাই ওঁকে টার্গেট করেছে। রাতে নোটিস পাঠিয়ে বলছে, সকালে দেখা কর! এসব হচ্ছেটা কী!’ গলার স্বর সপ্তমে চড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিকে মমতার পরামর্শ—‘সিবিআই অফিসারদের বলছি, মোদি থাকবেন না কিন্তু!’ আরও সংযোজন করেছেন, ‘আজ দেবরাজকেও ডেকেছে। ডেকেছে সন্দেশখালির নেতাদের। মানুষের স্রোতের বিরুদ্ধে বিজেপি লড়ছে। আমি তাদের সতর্ক করতে এসেছি।’
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা