দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

‘অপরাধে’র মির্জাপুরে বাহুবলী কাঁটায় বিদ্ধ বিজেপি

সমৃদ্ধ দত্ত, মির্জাপুর: ঠিক আগের রাতেই বাগপত জেলের চার নম্বর বারাকে এসে সুনীল রাঠি আর তার ভাই অরবিন্দ রাঠি বলেছিল, ‘মুন্নাভাই, তোমাকে খতম করার প্ল্যান হচ্ছে। এই জেলে আতিক আহমেদের কেউ নেই তো?’ মুন্না বজরঙ্গি কয়েকমাস আগেই এসেছে ঝাঁসি জেল থেকে। সুনীল রাঠিরা ডাকাতির কেসে জেলে। এসব পেটি কেস যারা করে, তাদের মুন্না বজরঙ্গি পাত্তাই দেয় না। হেসে উড়িয়ে দিয়েছিল। সুনীল রাঠি রাতে মুন্নার সঙ্গেই খাবার খেয়ে বলেছিল, ‘তোমার গায়ে টাচ করার সাহস হবে না কারও। আমি আছি।’ পরদিন সকাল সাড়ে ৬টায় সেই সুনীল রাঠি আর তার ভাই অরবিন্দ একসঙ্গে মুন্না বজরঙ্গিকে তিনটে পিস্তল থেকে ১০ রাউন্ড গুলি ছুড়ে খুন করেছিল জেলের মধ্যেই। মুঙ্গের থেকে সেভেন্ট পয়েন্ট ফাইভ টু পিস্তল এসেছিল জেলে। কীভাবে ঢুকল? ২০১৮ সালে মুন্না বজরঙ্গির এই হত্যার পিছনে কে আছে? আতিক আহমেদ? নাকি মুখতার আনসারি? নাকি ব্রিজেশ? সেই রহস্য আজও ভাঙা যায়নি। উল্টে যোগীরাজ্যে রহস্যজনকভাবে নিকেশ হয়েছে আতিক, আর আনসারি। মুন্না নেই। আতিক নেই। আনসারি নেই। বারাণসীর ওয়াগন আছে। কয়লা সাপ্লাই, মোগলসরাইয়ের স্ক্র্যাপ, পোরবন্দর থেকে আসা হেরোইন, আর সর্বোপরি ন্যাশনাল হাইওয়ে, এক্সপ্রেসওয়ে ও ইন্ডাস্ট্রিয়াল করিডরের কন্ট্রাক্ট আছে। তাহলে এসব সোনার খনির দখলদারি নেই? অবশ্যই আছে। পূর্বাঞ্চলের রাজনীতি, আর ইকনমি আজ আবর্তিত চার বাহুবলীর হাত ধরে। 
মির্জাপুর বাসস্ট্যান্ডের উল্টোদিকে কিয়স্ক লাগিয়ে গান চলছে, ‘আনহোনি কো হোনি কর দে/হোনি কো আনহোনি/এক জাগা যব জমা হো দোনো/যোগী... মোদি। গানের উৎসস্থলের দু’দিকে দু’জনের পোস্টার—মোদি-যোগী। গঙ্গাগঞ্জ বাসস্টপে উঠে পাশের সিটে বসার পর থেকে স্পিকার অন করে রাহুল-অখিলেশের জনসভার ভিডিও দেখে যাচ্ছিল যুবক। মির্জাপুর বাস্ট্যোন্ডে নামার পর তারও কানে এসেছে ওই গান। মন দিয়ে শুনছি বুঝতে পেরে ফিসফিস করে বলল, ‘হোনি কো আনহোনি এখানে যোগী-মোদি করতে পারবে না। পারে একজনই।’ জিজ্ঞাসূ দৃষ্টিতে তাকাতেই বলল, ‘রাজা ভাইয়া! রাজা ভা‌ইয়া চাইলে এসব যোগী-মোদি উড়ে যাবে।’ 
কথাটা কতটা সত্যি, সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে। তবে মির্জাপুরের আনাচে-কানাচে দিনভর শুধুই রাজা ভা‌ইয়া বনাম অনুপ্রিয়া প্যাটেলের প্রেস্টিজ ফাইট। মঙ্গলবার এমনিতেই অষ্টভুজা মন্দিরে সকাল থেকে লাইন পড়ে। মির্জাপুরবাসীর কাছে অষ্টভুজার বিশেষ মাহাত্ম্য। ফুলের ডালা বিক্রেতা রমেশ বলল, ‘অনুপ্রিয়া প্যাটেল গত সপ্তাহে পুজো দিতে এসেও নাকি  জনসম্পর্ক কর্মসূচিতে প্রশ্নবাণের মুখে পড়েছেন। রাজা ভাইয়ার বিরুদ্ধে আচানক আপনার এই রাগের কারণ কী? রাজা ভাইয়াকে রাগিয়ে দিয়ে এবার জয়ের চান্স কতটা?’ সর্বেশ্বর প্রসাদ ১৫ বছর ধরে মির্জাপুর কলেজের অর্ডার সাপ্লায়ার। মোদির সমর্থক। বললেন, ‘রাজা ভা‌‌ইয়াকে অপমান করা উচিত হয়নি অনুপ্রিয়া প্যাটেলের।’
উত্তরপ্রদেশে এনডিএ শরিক আপনা দলের সুপ্রিমো তথা কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেলের রাজা ভাইয়া বিরোধী তোপ বিজেপিরই পছন্দ হয়নি। তিনি বলেছেন, ‘আজকাল রানির গর্ভে ভবিষ্যতের রাজার জন্ম হয় না। এখন রাজা-রানির জন্ম হয় ইভিএমে। জনতা ঠিক করে, কে রাজা হবে!’ ব্যস! একথা যে রঘুরাজ প্রতাপ সিং ওরফে পূর্বাঞ্চলের রাজা ভাইয়াকে লক্ষ্য করেই বলা, তা স্পষ্ট। পূর্বাঞ্চলের রাজনীতি শাসন করেন চার বাহুবলী। রাজা ভাইয়া। ১৯৯৩ সাল থেকে লাগাতার বিধায়ক—নিজের দল গঠন করে কখনও বিজেপিকে সমর্থন করেছেন, কখনও সমাজবাদীকে। ধনঞ্জয় সিং জৌনপুরের দাপুটে বাহুবলী নেতা। ব্রিজেশ সিংয়ের সঙ্গে মুন্না বজরঙ্গির গ্যাং ওয়ার একসময় ছিল প্রশাসনের মাথাব্যথা। এবং ব্রিজভূষণ সারণ সিং। গোন্দা, বলরামপুর, কাইজারগঞ্জজুড়ে তাঁর দাপট এতকাল ছিল সীমাবদ্ধ। গত বছর থেকে আবার নিজের খেলা দিল্লিতেও দেখিয়েছিলেন কুস্তিগীর মেয়েদের শ্লীলতাহানির অভিযোগকে পাত্তা না দিয়ে। টিকিট হয়তো সেই কারণে পাননি। কিন্তু অওধ থেকে পূর্বাঞ্চলে বিস্তৃত তাঁর প্রভাবে একটুও চিড় ধরেনি। 
রাজা ভাইয়া শীতল কণ্ঠে শুধু বলেছেন, ‘অনুপ্রিয়া প্যাটেলের এমন কথা বলা উচিত হয়নি। ভোটের প্রচারে এভাবে কেউ কথা বলে না।’ এটুকুই। কোনও হুঁশিয়ারি নয়। হুমকি নয়। ঘোষণা একটাই—সমাজবাদীকে এবার সমর্থন। 
জৌনপুরের ৪০ মামলার আসামি ঠাকুর বাহুবলী ধনঞ্জয় সিং বিজেপিকে পরামর্শ দিয়েছেন, ‘প্যাটেলকে বলুন ক্ষমা চাইতে। অযথা কেন মির্জাপুর সিটটা নষ্ট করছেন?’ এবার অনুপ্রিয়ার বিরুদ্ধে সমাজবাদী প্রার্থী রমেশ ভিন্দ। পরপর দু’বার অনায়াসে অনুপ্রিয়া জিতেছেন। এবার রাজা ভাইয়ার বিরুদ্ধাচারণের পরিণাম কী? ভোট কোথায়? ঠিক যেন টানটান ওটিটি থ্রিলার! সব চোখ এক আসনে। মির্জাপুর... সিজন থ্রি! 
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা