দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

এবার নবীনের অসুস্থতা নিয়েও রাজনীতি মোদির

বারিপদা (ওড়িশা): ওড়িশায় ক্ষমতা দখলের জন্য চেষ্টার কসুর করছে না বিজেপি। রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের অসুস্থতা নিয়েও এবার রাজনীতি করতে নেমে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভার ২১টি আসনের পাশাপাশি এবার নির্বাচন হচ্ছে ১৪৭ আসনবিশিষ্ট ওড়িশা বিধানসভারও। রাজ্যের বারিপদায় প্রচারে গিয়ে নবীনের স্বাস্থ্য প্রসঙ্গ তুলেছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের ‘হঠাৎ’ অবনতির নেপথ্যে ‘ষড়যন্ত্র’-এর গন্ধ খুঁজে পেয়েছেন তিনি। জনসভায় মোদি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ‘নবীন পট্টনায়কের শারীরিক অবস্থার হঠাৎ অবনতির পিছনে কি কোনও ষড়যন্ত্র রয়েছে?’ এরপরই তিনি যোগ করেন, ‘বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে পট্টনায়কের স্বাস্থ্যের অবনতির কারণ খুঁজে বের করার জন্য কমিটি গঠন করবে।’
এর পাল্টা ভিডিও বার্তা দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রীও। তিনি বলেছেন, ‘বিজেপি নন-ইস্যুকে ইস্যু বানাতে সিদ্ধহস্ত। এখন ওরা আমার শরীর নিয়ে আলোচনা করছে। কিন্তু, এই কৌশল এখানে কোনওমতেই কাজে আসবে না।’ নবীনের প্রশ্ন, ‘অতই যদি চিন্তা, তাহলে আমাকে ফোন করে খোঁজ নিলেন না কেন? উনি তো প্রকাশ্যেই বলেছেন, আমি ওঁর খুব ভালো বন্ধু। তাহলে একবার বন্ধুর খোঁজ নেওয়া যেত না?’
নবীনের উত্তরসূরির প্রশ্নে প্রথমেই উঠে আসবে বিজেডি নেতা ভি কে পান্ডিয়ানের নাম। তাঁর জন্ম তামিলনাড়ুতে, পড়াশোনা দিল্লিতে। তিনি কেরিয়ার শুরু করেন পাঞ্জাব ক্যাডারের আইএএস অফিসার হিসেবে। ওড়িশার মেয়েকে বিয়ে করার পর তিনি নবীনের রাজ্যে চলে আসেন। বিজেডির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ও যোগ সুদৃঢ় হয়। কিন্তু, বিজেপি তাঁকে সব সময় ‘বহিরাগত’ বলেই ক্রমাগত খোঁচা দেয়। এবার মোদির মুখেও শোনা গেল সেই তত্ত্ব। তিনি বলেছেন, ‘রাজ্যের মানুষ চান, ওড়িশারই কেউ মুখ্যমন্ত্রী হন। এবার ২৫ বছরের বিজেডি শাসনে ইতি হবেই।’
একদিন আগেই নবীনের একটি ভিডিও ‘এক্স’ হ্যান্ডেলে পোস্ট করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাতে দেখা যাচ্ছে, পোডিয়ামে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার সময়ে মুখ্যমন্ত্রীর বাঁ-হাতটি কাঁপছে। আর তাঁর পাশে দাঁড়ানো ঘনিষ্ঠ সহযোগী ভি কে পান্ডিয়ান হাতটি ধরে বারেবারে সরিয়ে দিচ্ছেন। হিমন্ত বিশ্বশর্মা লিখেছেন, ‘অত্যন্ত বেদনাদায়ক ভিডিও। ভি কে পান্ডিয়ানজি এখন নবীনবাবুর হাতের নড়াচড়াও নিয়ন্ত্রণ করছেন।’ এই সূত্র ধরেই বারিপদার সভায় নবীনের স্বাস্থ্যের প্রসঙ্গ তুলেছেন মোদি।
ওড়িশার কেন্দ্রাপাড়ার সভায় প্রধানমন্ত্রী। বুধবার পিটিআইয়ের তোলা ছবি।
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা