দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

কেন্দ্র পাটলিপুত্র: ‘রোজগার’ মন্ত্রে ‘অপয়া’ পাটলিপুত্র জয়ের চেষ্টায় লালুপ্রসাদ-কন্যা মিসা 

পাটনা: ‘অপয়া’ পাটলিপুত্র। হ্যাঁ, লালু পরিবারের কাছে ‘অপয়া’ই বটে! বারবার খালি হাতেই ফিরিয়েছে আরজেডির ‘ফার্স্ট ফ্যামিলি’কে।  ২০০৮ সালে সীমানা পুনর্বিন্যাসের পর তৈরি হয় পাটলিপুত্র লোকসভা আসন। পরের বছরের ভোটে  এখানে প্রার্থী হন স্বয়ং লালুপ্রসাদ যাদব। কিন্তু হারতে হয় তাঁকে। একদা ঘনিষ্ঠ রঞ্জন যাদবের কাছে।  নীতীশ কুমারের জেডিইউয়ের টিকিটে লালুর বিরুদ্ধে লড়াই করেন‘ বিদ্রোহী’ রঞ্জন। হারের সেই শুরু। এরপর ২০১৪ ও ২০১৯ সালেও এখানে হেরেছেন লালুর বড় মেয়ে মিসা ভারতী। দু’বারই আরজেডি ছেড়ে বিজেপিতে যাওয়া রামকৃপাল যাদবের কাছে পর্যুদস্ত হতে হয়েছিল তাঁকে। কাজেই পাটলিপুত্র দখলের লড়াইয়ে ইতিমধ্যেই হারের হ্যাটট্রিক করে ফেলেছে লালু পরিবার। প্রত্যেকবারই হারের ব্যবধান ছিল হাজার চল্লিশেক ভোট। একদা পারিবারিক বন্ধু ‘চাচাজি’ রামকৃপালের বিরুদ্ধে এবারও ভোটের ময়দানে মিসা।
প্রতিদ্বন্দ্বীকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ রামকৃপাল। জয়ের হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়ে তাঁর সাফ কথা, ‘আমি এখানের ভূমিপুত্র। আপদে বিপদে মানুষের পাশে 
থেকেছি। সবাই তা একবাক্যে স্বীকার করবেন। তার সঙ্গেই কেন্দ্রে মোদি সরকারের জনপ্রিয়তা ও রাজ্যে এনডিএ সরকারের কাজ। উল্টো দিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে 
ভোটের সময় ছাড়া দেখাই যায় না।’ বিজেপি এলাকায় এটা ফলাও করে প্রচারও করছে। বর্তমানে রাজ্যসভার সাংসদ মিসাকে কটাক্ষ করে গেরুয়া শিবির বলছে, ‘দিদিকে পাঁচ বছর অন্তর একবার করে দেখা যায়।’
এসব কটাক্ষকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন আরজেডি প্রার্থী। মেয়ের হয়ে বাড়ি বাড়ি প্রচারে নেমেছেন স্বয়ং লালু-পত্নী রাবড়ি দেবীও। পাটলিপুত্রে পাশা পাল্টাতে  মিসা বাজি ধরছেন ‘রোজগার’ ইস্যুতে। অগ্নিবীর প্রকল্পের কড়া সমালোচনা করে তিনি বলছেন, ‘মোদি ৭৫ বছর বয়সে তৃতীয় দফার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। আর অগ্নিবীরদের কুড়ির কোঠাতেই অবসর নিতে হচ্ছে।’ লালু-কন্যা বলছেন, ‘শুধু রেশনের পাঁচ কেজি চালে কী হয়? মানুষ কি তা জল দিয়ে খাবে? রোজগারের কোনও রাস্তাই তো নেই। ’ আরজেডি প্রার্থীকে আশা জোগাচ্ছে ২০২০ সালের বিধানসভা নির্বাচনে মহাজোটের ফলও। সেবার পাটলিপুত্র লোকসভা কেন্দ্রের ছ’টি বিধানসভা আসনেই জয়ী হয়েছিল মহাজোট।  তবে সম্প্রতি বিজেপিও জমি ফেরানোর চেষ্টায় বিক্রম আসনের কংগ্রেস বিধায়ক সিদ্ধার্থ সৌরভকে নিজেদের দলে টেনেছে। প্রচার করে গিয়েছেন খোদ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হাত গুটিয়ে বসে নেই আরজেডিও। একদা লালুকে হারানো ‘বিদ্রোহী’ রঞ্জন যাদবকে ফের দলে ফিরেছেন। এমনিতে বয়সের ভার ও অসুস্থতার কারণে লালুপ্রসাদ মূলত বাড়িতেই থাকছেন। কিন্তু দলের অন্দরে ক্ষোভ-বিক্ষোভ নিজের হাতে সামলেছেন তিনি। কিন্তু মিসা শেষ পর্যন্ত পাটলিপুত্রের ‘অপয়া’ তকমা কাটাতে পারেন কি না, আগামী ৪ জুন ফলপ্রকাশের দিনই তা স্পষ্ট হয়ে যাবে।
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা