দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

অপমানজনক বিজ্ঞাপন, সুপ্রিম তোপে বিজেপি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের অন্তিম লগ্নেও বাংলার সংবাদমাধ্যমে তৃণমূলের বিরুদ্ধে ‘কুৎসা-বিজ্ঞাপন’ দিতে মরিয়া বিজেপি। তাই কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞার নির্দেশকে চ্যালেঞ্জ করে তারা দ্বারস্থ হয়েছিল সুপ্রিম কোর্টের। সোমবার সেখানেও তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলকে। শুনানিতে শীর্ষ আদালতের বিচারপতি জে কে মাহেশ্বরী এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ সাফ জানাল, বিজ্ঞাপন দু’টি অত্যন্ত অপমানজনক। তাই বিজেপির আবেদনে সাড়া না দিয়ে প্রায় পত্রপাঠ খারিজ করে দেওয়া হল। বিচারপতিদ্বয় সাফ জানালেন, ‘এই মামলায় আমরা কোনও হস্তক্ষেপ করছি না।’
গেরুয়া শিবিরের হয়ে এদিন এজলাসে হাজির ছিলেন আইনজীবী পি এস পাটওয়ালিয়া। শুনানির পর্যবেক্ষণে তাঁর উদ্দেশে বিচারপতি বিশ্বনাথন বলেন, ‘বিজ্ঞাপনটি আমরা দেখেছি। এটা অত্যন্ত অপমানজনক। আপনারা নিজেদের সেরা বলে দাবি করতেই পারেন। কিন্তু অন্যকে আক্রমণ করে নয়। তাই আপনাদের উভয়ের মধ্যে বিদ্বেষের পরিমাণ বাড়তে পারে, এমন কাজ কোনওভাবেই সমর্থন করা যায় না।’ বিরোধী মানেই শত্রু নয়—বিজেপিকে সেকথাও মনে করিয়ে দিয়েছেন বিচারপতি। তিনি আরও বলেন, ‘এই বিজ্ঞাপনটি আপনাদের সাহায্য করতে পারে, কিন্তু ভোটারদের কোনও স্বার্থসিদ্ধি করবে না। বরং বিতর্ক আরও বাড়াবে। তাই আমরা এই মামলায় হস্তক্ষেপ করছি না।’ শীর্ষ আদালতের এহেন অবস্থান দেখে এদিন তড়িঘড়ি মামলা প্রত্যাহার করে নিয়েছে বিজেপি। যদিও কলকাতা হাইকোর্টে ফের আবেদন করার অনুমোদনও আদায় করেছে।
আইনজীবী অভিষেক মনু সিংভি এবং অমিত আনন্দ তিওয়ারি এদিন তৃণমূলের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন। সংবাদপত্র এবং সংবাদমাধ্যমে প্রকাশিত বিজেপির জোড়া বিজ্ঞাপনে আপত্তি তুলে প্রথমে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বাংলার শাসকদল। তাদের দাবি, ওই বিতর্কিত বিজ্ঞাপন আদর্শ নির্বাচনীবিধি লঙ্ঘন করেছে। কিন্তু কমিশন কোনও রকম পদক্ষেপ না করায় হাইকোর্টে যায় তৃণমূল। গত ২০ মে সেই আবেদনে সাড়া দিয়ে বিজেপিকে এ ধরনের বিজ্ঞাপন প্রচারে নিষেধ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর বেঞ্চ। কড়া সমালোচনার মুখে পড়ে নির্বাচন কমিশনও। উচ্চ আদালত প্রশ্ন তোলে, কী করে এ ধরনের বিজ্ঞাপন প্রচার করা যায়? এই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় বিজেপি। কিন্তু কোনও সুরাহা হয়নি। এবার শেষ দফা ভোটের আগে সুপ্রিম কোর্টে পর্যন্ত এই ইস্যুতে ধাক্কা খেল নরেন্দ্র মোদির দল।
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা