দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

হরিয়ানার নুহতে যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ড, মৃত ৯

নুহ, ১৮ মে: মর্মান্তিক! যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ড। আর তার জেরে মৃত্যু হল ৯ জনের। জখম হলেন কমপক্ষে আরও ২৪ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, ওই বাসে মোট ৬০ জন যাত্রী ছিলেন। তাঁরা মূলত পাঞ্জাবের হোশিয়ারপুর, লুধিয়ানা এবং চণ্ডীগড়ের বাসিন্দা বলেই পুলিস জানিয়েছে। এঁদের মধ্যে অধিকাংশ যাত্রীই মথুরা ও বৃন্দাবনে তীর্থ করতে গিয়েছিলেন।
গতকাল, শুক্রবার রাত দেড়টা নাগাদ হরিয়ানার নুহের কাছে কুন্ডলি-মানেসার-পালওয়াল জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময়েই বাসটিতে আগুন ধরে যায়। এক বাইক চালক সেটি দেখতে পান। তারপরেই দ্রুত ওই বাসের চালককে আগুন লাগার বিষয়টি জানান। কিন্তু চালক বাস থামিয়ে কিছু ব্যবস্থা নেওয়ার আগেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা বাসে। কয়েকজন যাত্রী অগ্নিদগ্ধও হন। তবে স্থানীয়দের তৎপরতায় বাকি বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়। আতঙ্কে কয়েকজন যাত্রী জানলা ভেঙে রাস্তায় ঝাঁপও দেন। ইতিমধ্যেই দমকলে খবর দেওয়া হয়। তবে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে পৌছেতে আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে যায় গোটা বাসটিই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিসও। কীভাবে বাসটিতে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।
2Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা