দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

রবিবার জাতীয় রাজনীতির হাইভোল্টেজ ম্যাচ, বাংলার দুই জেলায় সম্মুখসমরে মোদি-মমতা

রাহুল চক্রবর্তী ও রামকুমার আচার্য: কলকাতা ও বাঁকুড়া: ষষ্ঠ দফার নির্বাচনকে মাথায় রেখে দুই জেলায় রাজনৈতিক কর্মকাণ্ডে সম্মুখসমরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পুরুলিয়া ও বাঁকুড়ায় মেগা কর্মসূচিতে হাজির হচ্ছেন মোদি ও মমতা। জানা গিয়েছে, মোদি ও মমতার রাজনৈতিক কর্মসূচি ৫০ কিলোমিটারের মধ্যে। দু’জনই এক জেলায় দাঁড়িয়ে পরস্পরের বিরুদ্ধে কী‌ বক্তব্য রাখেন, তা নিয়েই রাজনীতির কারবারিদের মধ্যে কৌতূহল তুঙ্গে। ওইসঙ্গে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করাটা নির্বাচন কমিশন ও পুলিস প্রশাসনের কাছে বিরাট চ্যালেঞ্জ।
ষষ্ঠ দফার ভোট ২৫ মে। ওইদিন ভোট নেওয়া হবে জঙ্গলমহলে। ভোট রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, ঘাটাল, কাঁথি ও তমলুক আসনে। এই পর্বের ভোট প্রচারে এবার লড়াই জমজমাট হয়ে উঠতে চলেছে নরেন্দ্র মোদি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে। দলীয় সূত্রে জানা গিয়েছে, আজ, শনিবার বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে বিষ্ণুপুর হাইস্কুলের মাঠে সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে পাত্রসায়রে তিনি সুজাতার সমর্থনে সভা করেছিলেন। আরও একটি সভা করে প্রচারে ঝড় তুলতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। আগামিকাল, রবিবার বাঁকুড়া ও বিষ্ণুপুর কেন্দ্রে দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া কর্মসূচি হতে চলেছে। ওন্দার নিকুঞ্জপুরে বাঁকুড়া ও বিষ্ণুপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী যথাক্রমে সুভাষ সরকার ও সৌমিত্র খাঁয়ের সমর্থনে প্রধানমন্ত্রী সভা করবেন। সেখানে দুই লোকসভা কেন্দ্রের কর্মী সমর্থকরাই জমায়েত করবেন। ওইদিনই বাঁকুড়া শহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা করবেন। বাঁকুড়ার কলেজ মোড় থেকে লালবাজার পর্যন্ত ওই পদযাত্রা হওয়ার কথা রয়েছে। পদযাত্রা উপলক্ষ্যে বাঁকুড়া শহরকে সাজিয়ে তুলছে তৃণমূল কংগ্রেস। দলীয় পতাকা, ফ্লেক্স, ফেস্টুনে শহরের রাস্তা সাজানো হচ্ছে। তারসঙ্গে রেকর্ড জমায়েতের টার্গেটও নেওয়া হয়েছে। বাঁকুড়া লোকসভার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন, আদিবাসী সহ বিভিন্ন লোকশিল্পীরা মুখ্যমন্ত্রীর পদযাত্রায় যোগ দেবেন। রেকর্ড সংখ্যক মানুষ দিদিকে স্বাগত জানাবেন।
উল্লেখ্য, আগামী ২৫ মে বাঁকুড়া ও বিষ্ণুপুর দুই কেন্দ্রে ভোটগ্রহণ হতে চলেছে। দু’টি কেন্দ্রই রয়েছে বিজেপির দখলে। এবার তৃণমূল এই দু’টি কেন্দ্রই ফের দখলে আনতে মরিয়া হয়েছে। পদ্মপার্টির কাছে আবার নিজেদের গড় রক্ষার চ্যালেঞ্জ। রামে যাওয়া ভোট ফেরানোর চেষ্টা করছে বামেরা। তাই লালমাটির জেলায় এবারের ভোট উল্লেখযোগ্য। 
রাজনৈতিক মহলের দাবি, এর আগে প্রধানমন্ত্রী বাঁকুড়া জেলা সফরে এলেও, বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় কোনও কর্মসূচি করেননি। এই প্রথম বিষ্ণুপুরে আসছেন নরেন্দ্র মোদি। তাই গেরুয়া শিবির কর্মসূচি সফল করতে তৎপরতা নিয়েছে। তৃণমূল সূত্রে আরও জানা গিয়েছে, আগামী ২১ মে বাঁকুড়া লোকসভার প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে শালতোড়ায় প্রচারে আসতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওইদিন তিনি কলেজ মাঠে নির্বাচনী জনসভা করবেন। এছাড়া দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্বাচনী কর্মসূচি বাঁকুড়া লোকসভায় হতে পারে। বাম প্রার্থীর সমর্থনে মহম্মদ সেলিমের নির্বাচনী কর্মসূচি করার কথা রয়েছে। বাঁকুড়া ও বিষ্ণুপুরের দুই প্রার্থী যথাক্রমে নীলাঞ্জন দাশগুপ্ত ও শীতল চন্দ্র কৈবর্তর সমর্থনে তিনি সভা, মিছিল করতে পারেন। হেভিওয়েট এই নেতা-নেত্রীদের প্রচারে বাঁকুড়া ও বিষ্ণুপুর যে বেশ কয়েকদিন সরগরম থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না। যদি কর্মসূচিতে কোনও পরিবর্তন না হয়, তাহলে একই দিনে পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় থাকবেন মোদি ও মমতা। রবিবার যে জাতীয় রাজনীতির হাইভোল্টেজ ম্যাচই হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।
2Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা