দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

হেমন্ত সোরেনের জামিনের আর্জি খারিজ আদালতে

নয়াদিল্লি: ফের ধাক্কা। জামিন অধরাই থেকে গেল ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। শুক্রবার দেশের শীর্ষ আদালত নির্বাচনী প্রচারের জন্য তাঁর অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ বিষয়টি আগামী ২১ মে গ্রীষ্মের অবসরকালীন বেঞ্চে তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছে। 
ঝাড়খণ্ড হাইকোর্টে ইডির গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে রিট পিটিশন দাখিল করেছিলেন সোরেন। গত ৩ মে আবেদন খারিজ হওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। এদিন শুনানিতে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু বলেন, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছিল ভোট শুরুর অনেক আগে। তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার প্রশ্নই উঠে না। সোরেনের পক্ষ থেকে বিশিষ্ট আইনজীবী কপিল সিবাল বলেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছিল। একইভাবে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও জামিন দেওয়া উচিত। তাছাড়া ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতার বিরুদ্ধে জোরালো কোনও প্রমাণ মেলেনি। তবে এসব যুক্তি মানতে চায়নি আদালত। খারিজ হয়ে যায় হেমন্ত সোরেনের আর্জি। এবছরের ৩১ জানুয়ারি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরই আর্থিক তছরুপের মামলায় সোরেনকে গ্রেপ্তার করেছিল ইডি। উল্লেখ্য, গত ১৩ মে ঝাড়খণ্ডে এক দফায় ভোট হয়েছে। আগামী ২০, ২৫ মে এবং ১ জুন আরও তিনদফায় ভোট বাকি রয়েছে ঝাড়খণ্ডে। সেই কারণে জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
2Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা