দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

লাদাখকে যারা রক্ষা করবেন তারাই ক্ষমতায় আসুক: ওয়াংচুক

লেহ: চলতি বছরের মার্চ মাস। লাদাখকে রাজ্যের স্বীকৃতি দেওয়ার দাবিতে অনশনে বসেছিলেন পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। শূন্যের নীচে তাপমাত্রায় অনশনে বসেছিলেন বাস্তবের ‘র‌্যাঞ্চো’। কিন্তু মন গলেনি কেন্দ্রের বিজেপি সরকারের। অনশন আন্দোলন প্রত্যাহার করে অবস্থান বিক্ষোভ শুরু করেন ওয়াংচুক। কিন্তু লাদাখের জন্য রাজ্যের স্বীকৃতি বা লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলে যুক্ত করা-কোনও দাবি নিয়েই কেন্দ্র উদ্যোগ নেয়নি। লোকসভা নির্বাচনের জন্য ওয়াংচুক আপাতত সব আন্দোলন বন্ধ রাখলেও হাল ছাড়তে নারাজ। জম্মু ও কাশ্মীরের বিশেষ সুবিধা সংক্রান্ত ৩৭০ অনুচ্ছেদ বাতিল নিয়ে বিজেপি সরকারের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু বর্তমানে বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ গোপন করছেন না ওয়াংচুক। তাঁর বক্তব্য, ‘যদি কংগ্রেস সরকার ক্ষমতায় আসে, তাহলে আমাদের অনেক আশা রয়েছে। আর যদি বিজেপি নিজেদের অবস্থান না বদলায়, তাহলে আমরা আশা করব যারা লাদাখকে রক্ষা করতে চায়, তারা ক্ষমতায় আসুক।’ প্রয়োজনে ফের আন্দোলনে বসতেও যে পিছপা হবেন না তাও জানিয়ে দিচ্ছেন তিনি। তাঁর অভিযোগ, ‘লাদাখের জমি একদিকে বড় সংস্থাগুলি হাতে চলে যাচ্ছে, অন্যদিকে চীন আমাদের জমি দখল করে নিচ্ছে। আমাদের যন্ত্রণার কথা দেশের মানুষের বোঝা দরকার। ’
ওয়াংচুকের অভিযোগ, কেন্দ্রীয় সরকার কর্পোরেট সংস্থাগুলির চাপের কাছে নতিস্বীকার করেছে। তাঁর বক্তব্য, ‘ভারসাম্য বজায় রাখতে তাই আমাদেরও সরকারকে চাপ দেওয়া দরকার। সরকারের বদলই একমাত্র সব বদলাতে পারে।’সংবিধানের ষষ্ঠ তফসিলে অসম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামে স্বশাসিত কাউন্সিল (এডিসি) তৈরির বিধান রয়েছে। আদিবাসী এলাকায় জমি, জঙ্গল, জল ও কৃষি বিষয়ে নিজস্ব আইন তৈরি করতে পারে এডিসি। লাদাখ ষষ্ঠ তফসিলে অন্তর্ভূক্ত হলে কর্পোরেট সংস্থাগুলি জমি অধিগ্রহণ বা কোনও প্রকল্প করতে চাইলে স্থানীয় বাসিন্দাদের অনুমতি নিতে হবে। যদিও ওয়াংচুকের দাবি মানতে নারাজ বিজেপি।  তাদের দাবি, লাদাখে গত কয়েক বছরে যা উন্নয়ন হয়েছে, তা গত ৭০ বছরে হয়নি। এমনটাই দাবি বিজেপির। আর সেই উন্নয়নে ভর করেই লাদাখে টানা তিনবার জয়ের লক্ষ্যে লড়াই করছে পদ্মশিবির। লাদাখে বিজেপির নির্বাচন ইন-চার্জ বিক্রম রানধাওয়া বলছেন, আগে যেখানে রাস্তা ছিল না, সেখানে রাস্তা তৈরি হয়েছে। প্রত্যেক বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে গিয়েছে। মানুষের জীবনে ‘বিরাট পরিবর্তন’-এর প্রভাব ভোটের বাক্সেও পড়বে। তাঁর দাবি, ৭০ বছর ধরে লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার স্বপ্ন বিজেপি পূরণ করেছে। তাই মানুষও অকৃতজ্ঞ হবে না। আগামী ২০ মে চতুর্থ দফায় লাদাখে ভোটগ্রহণ হবে।
2Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা