দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

ঘাটকোপার বিলবোর্ড বিপর্যয়: বারবার ঠিকানা বদলে পুলিসকে ধোঁকা দিতে চেষ্টা করেছিল ভবেশ

মুম্বই: তিনদিন ধরে পুলিসকে ধোকা দিচ্ছিলেন ঘাটকোপার বিলবোর্ড দুর্ঘটনায় মূল অভিযুক্ত ভবেশ ভিন্দে। কিন্তু শেষরক্ষা হল না। বৃহস্পতিবার তাঁকে রাজস্থানের উদয়পুর থেকে গ্রেপ্তার করে মুম্বই পুলিসের ক্রাইম ব্রাঞ্চ। ঘাটকোপারে ওই অবৈধ বিলবোর্ড বসানোর দায়িত্বে ছিল ইগো মিডিয়া প্রাইভেট লিমিটেড। ওই বিজ্ঞাপনী সংস্থার মালিক ভবেশ। তাঁর নাগাল পেতে তিনটি রাজ্যের একাধিক শহরে দিনভর চলে তল্লাশি। দুর্ঘটনার পরেই ভবেশ বুঝতে পেরেছিলেন, যেকোনও মুহূর্তে পুলিস তাঁকে গ্রেপ্তার করতে পারে। এই পরিস্থিতিতে গা ঢাকা দেওয়ার সবরকম প্রস্তুতি সেরে ফেলেন অভিযুক্ত। পুলিসের হাত থেকে বাঁচতে প্রতি মুহূর্তে নিজের আস্তানা বদলাতে থাকেন। পুলিস কিছু বুঝে ওঠার আগেই আস্তানা বদলে ফেলতেন তিনি। লোনাভালা, থানে, মুম্বই, আমেদাবাদ হয়ে উদয়পুর পৌঁছে যান। ভুয়ো পরিচয় দিয়ে সেখানকার একটি হোটেলে থাকছিলেন। এত কিছুর পরেও মুম্বই পুলিসের জালে ধরা পড়লেন ভবেশ। ধৃতকে মুম্বই নিয়ে আসা হয়েছে। 
সোমবার ঘাটকোপারের একটি পেট্রল পাম্পের উপর ভেঙে পড়ে বিশালাকার বিলবোর্ডটি। ঘটনায় মৃত্যু হয়েছে ১৬ জনের। আহত কমপক্ষে ৭৫। কীভাবে তিনদিন ধরে পুলিসকে বোকা বানালেন তিনি? তদন্তকারীরা জানিয়েছেন, খবর পাওয়ামাত্র গাড়ির চালককে সঙ্গে নিয়ে প্রথমে লোনাভালা চলে যান তিনি। পরের দিন একা মুম্বই ফিরে আসেন। ততক্ষণে অভিযুক্তের সন্ধানে জোর তল্লাশি শুরু করেছে মুম্বই পুলিস। এই কাজের জন্য গঠন করা হয় আটটি টিম। কিন্তু পুলিস কাছে পৌঁছনোর আগেই ঠিকানা বদলে ফেলতেন অভিযুক্ত। মুম্বইয়ে বেশিক্ষণ থাকেননি ভবেশ। চলে যান থানেতে। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে গুজরাতের আমেদাবাদে এক আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দেন। এরপর ফের ঠিকানা বদল করেন ভবেশ। ভাইয়ের পরিচয় দিয়ে উদয়পুরের একটি হোটেলে দিব্যি সময় কাটাচ্ছিলেন। এদিকে মহারাষ্ট্র, গুজরাত হয়ে পুলিস ততক্ষণে রাজস্থানে পৌঁছেছে। অভিযান সম্পর্কে স্থানীয় পুলিসকে পর্যন্ত কিছু জানানো হয়নি। প্রযুক্তি এবং মানুষের মেধাকে কাজে লাগিয়ে ভবেশকে গ্রেপ্তার করে মুম্বই পুলিসের ক্রাইম ব্রাঞ্চ। এবিষয় এক তদন্তাকারী অফিসার বলেন, ‘গোটা অভিযানের খুঁটিনাটি গোপন রাখা হয়েছিল। উদয়পুর পুলিস পর্যন্ত কিছু জানত না।’ 
2Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা