দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

দলীয় সঙ্গীতে ‘জয় ভবানী’ শব্দ বাদ, কমিশনের নির্দেশ মানতে নারাজ উদ্ধব শিবির

মুম্বই: সরাসরি নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতে জড়াল শিবসেনার উদ্ধব গোষ্ঠী। তাদের দলীয় সঙ্গীত থেকে ‘হিন্দু’ ও ‘জয় ভবানী’ শব্দ বাদ দিতে বলেছে কমিশন। কিন্তু ওই নির্দেশ মানতে রাজি নন দলের সুপ্রিমো উদ্ধব থ্যাকারে। রবিবার তিনি বলেছেন, ‘দেবী তুলজা ভবানীর আশীর্বাদে ছত্রপতি শিবাজি মহারাজ হিন্দাভি স্বরাজ গঠন করেছিলেন। আমরা দেবী বা হিন্দু ধর্মের নামে ভোট চাইছি না। কমিশনের নির্দেশ মারাঠি জাতির অপমান। আমরা তা কোনওভাবেই মেনে নেব না।’ সেইসঙ্গে নরেন্দ্র মোদি ও অমিত শাহদের বেলায় কমিশন কেন ব্যবস্থা নিচ্ছে না, সেই প্রশ্নও তুলেছেন উদ্ধব।  
একনাথ সিন্ধে গোষ্ঠীর কাছে শিবসেনার চিরাচরিত ‘তীর-ধনুক’ হারানোর পর ‘মশাল’ প্রতীক পেয়েছে উদ্ধব গোষ্ঠী। তারই প্রচারে একটি সঙ্গীত প্রকাশ করেছে তারা। সেখানেই ‘হিন্দু’, ‘জয় ভবানী’ শব্দ রয়েছে। লোকসভা নির্বাচনের আবহে এই সেগুলি নিয়েই আপত্তি তোলে কমিশন। কিন্তু, পিছু হটতে নারাজ উদ্ধব। জনসভাতেও বারবার ‘জয় ভবানী’ ও  ‘জয় শিবাজি’ স্লোগান তুলবেন বলেও সাফ জানিয়েছেন তিনি। নিজেদের অবস্থানের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণকেই ঢাল করেছেন বালাসাহেব থ্যাকারের পুত্র। তাঁর প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্ণাটকের প্রচারে গিয়ে ভোটারদের জয় বজরংবলী বলে ইভিএমে বোতাম টিপতে বলেছিলেন। অন্যদিকে বিজেপিকে ভোট দিলে বিনামূল্যে অযোধ্যায় রামলীলা দর্শনের প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ। নির্বাচন কমিশন আমাদের (শিবসেনা উদ্ধব গোষ্ঠী) বিরুদ্ধে ব্যবস্থা নিতেই পারে। কিন্তু তাদের বলতে হবে, মোদি-শাহের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? এপ্রসঙ্গে নির্বাচন কমিশনকে চিঠি পাঠালেও কোনও জবাব মেলেনি বলে দাবি উদ্ধবের। 
3Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা