দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

‘কারচুপি ছাড়া মোদির জয় অসম্ভব’, সরকার গড়বে ইন্ডিয়াই: মমতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও ময়নাগুড়ি: ৪০০ দূর অস্ত, ইভিএমের চিপে কারচুপি না করলে ২০০ আসনও পাবে না বিজেপি। মঙ্গলবার স্বয়ং নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বাংলার অগ্নিকন্যার প্রত্যয়, লোকসভা ভোটের পর কেন্দ্রে সরকার গড়বে মহাজোট ‘ইন্ডিয়া’ই। আর সেই সরকারের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তৃণমূল কংগ্রেসের। তাই বাংলার মানুষের কাছে মমতার আর্জি, আমাদের ভোট দিন। আপনাদের প্রত্যেকটা ভোট আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা আসন তৃণমূলের জন্য গুরুত্বপূর্ণ। কারণ মমতার গ্যারান্টি, ইন্ডিয়া ক্ষমতায় এলেই সবার আগে বাতিল হবে মোদি সরকারের জনবিরোধী যাবতীয় নীতি ও আইন। মমতার ঘোষণা, ‘সিএএ, এনআরসি এবং অভিন্ন দেওয়ানি বিধি সবার আগে বাদ যাবে। নতুন সরকারের কমন মিনিমাম প্রোগ্রামে থাকবে কর্মসংস্থান তৈরি,  মূল্যবৃদ্ধি রোধ, কৃষি ও মহিলা উন্নয়নে প্রাধান্য।’
মোদি-বিরোধী ধর্মযুদ্ধে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের যে আসনগুলিকে শক্ত গড় হিসেবে বিজেপি দাবি করে, সেখানেই লাগাতার সভা করে চলেছেন তিনি। টিভি চ্যানেলে সাক্ষাৎকার হোক বা সভামঞ্চ, বাংলার মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিচ্ছেন, এক ইঞ্চি জমি তিনি ছেড়ে দেবেন না। মমতার সাফ কথা, ‘দেশে শুধু একবার ৪০০ আসন পেয়েছিল কংগ্রেস। সেটাও ইন্দিরা গান্ধীর হত্যার পর। তাঁর মৃত্যু দেশের মানুষ মেনে নিতে পারেনি। সেটাই ছিল একতরফা ভোটের কারণ। রাজীব গান্ধীও জানতেন না যে, দেশের এই রায় হবে। আর এই বিজেপি এখন বলছে ৪০০’র বেশি আসন পাবে! এটা ওদের আরও একটা ভাঁওতাবাজি, জুমলা।’ কেন মোদি-শাহের এই দাবি উড়িয়ে দিচ্ছেন মমতা? তৃণমূল সুপ্রিমোর ব্যাখ্যা, ‘আত্মবিশ্বাস থাকলে ইডি-সিবিআইকে নামিয়ে বিরোধীদের জেলে পুরত না।’ এই প্রসঙ্গেই তিনি টেনে আনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর তল্লাশির বিষয়টি। বলেন, ‘অভিষেক আমাদের দলের লড়াকু সৈনিক। আগামী দিনে দলে তাঁর ভূমিকা কী হবে, সেটা দল সিদ্ধান্ত নেবে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, বিজেপি বিরোধী কঠোর অবস্থানের জন্যই বারবার এজেন্সির হাতে হেনস্তা হতে হচ্ছে ওঁকে। অভিষেককে বলব, এই হেনস্তার জন্য ১০ হাজার কোটি টাকার মানহানির মামলা করতে।’
মমতার আক্রমণে এদিনও উঠে এসেছে বিজেপির ইস্তাহার প্রসঙ্গ। ‘মোদির গ্যারান্টি’ দেখেই তিনি নিশ্চিত, বিজেপি জিতছে না। কারণ, যে সব দাবি গেরুয়া শিবির করেছে, তা মানুষ মেনে নেবে না বলেই বিশ্বাস তাঁর। এক দেশ এক ভোট হোক বা সিএএ—‘মোদির জনবিরোধী গ্যারান্টি’ কিছুতেই বিজেপিকে জিততে দেবে না বলে ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, ‘বিজেপির একমাত্র উপায় হল ইভিএমের চিপে কারচুপি। তাতেই ৪০০ পার সম্ভব।’ তাহলে কত আসন পাবে মোদিব্রিগেড? মমতার হিসেব অনুযায়ী, কিছুতেই ২০০’র বেশি নয়। ধুপগুড়ির সভা থেকেই তাই ‘মোদি হটাও’য়ের ডাক দিয়েছেন তিনি। তাঁর হুঙ্কার, ‘মোদিকে না হটালে দেশ বিক্রি হয়ে যাবে। দেশ বাঁচাতে হলে মোদি সরকারকে উৎখাত করতেই হবে।’ নির্বাচনী বন্ড কেলেঙ্কারি থেকে প্রতিরক্ষা চুক্তি, এই সবেরই উল্লেখ করেছেন ‘ইন্ডিয়া’র অন্যতম কাণ্ডারী। কিন্তু এরপর তাঁকেই এজেন্সিরাজের কোপে পড়তে হবে না তো? মমতার উত্তর, ‘জেলের ভয় আমি পাই না। বরং জেলে গেলে খানিক বিশ্রাম পাব। বাইরে ওদের যা অত্যাচার, তার থেকে জেল ভালো। দেশের গণতন্ত্রকেই তো জেলবন্দি করে ফেলেছে।’
মঙ্গলবার শিলিগুড়িতে পদযাত্রা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। -নিজস্ব চিত্র
3Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা