বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

কয়লা দুর্নীতিতে সাজাপ্রাপ্ত দিলীপ রায়কে প্রার্থী করল বিজেপি

ভুবনেশ্বর: না খাউঙ্গা, না খানে দুঙ্গা। দুর্নীতির বিরুদ্ধে নিজেকে ক্রুসেডার হিসেবে তুলে ধরতে এই স্লোগানই দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু ওড়িশার বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী করল কয়লা ব্লক কেলেঙ্কারিতে সাজাপ্রাপ্ত দিলীপ রায়কে।
কে এই দিলীপ রায়? একসময় বিজু জনতা দলের প্রধান নবীন পট্টনায়েকের ঘনিষ্ঠ নেতা ছিলেন তিনি। অটলবিহারী বাজপেয়ি মন্ত্রিসভায় যথন রয়েছে নবীনের দলও। সেই দলেরই প্রতিনিধি হিসাবে কয়লা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্বভার সামলেছিলেন এই দিলীপ রায়। ১৯৯৯ সালে ঝাড়খণ্ডের গিরিডি জেলার একটি পরিত্যক্ত কয়লা খনি বণ্টনের দায়িত্ব এক বেসরকারি সংস্থার হাতে তুলে দেন তিনি। সেই বণ্টনে অনিয়মের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে সিবিআই। মোদি জমানায় ২০২০ সালে দোষী সাব্যস্ত হন প্রাক্তন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী। তাঁর তিন বছরের কারাদণ্ড হয়। গত ৮ এপ্রিল দিল্লি হাইকোর্ট তাঁর আবেদনে সাড়া দিয়ে নিম্ন আদালয়েকর রায়ে স্থগিতাদেশ দেয়। এরপরই ৭১ বছরের দুর্নীতিতে সাজাপ্রাপ্ত ওই নেতাকে রাউরকেল্লা আসনে টিকিট দিল বিজেপি। তিনি এই কেন্দ্রের তিনবারের বিধায়ক ও দু’বারের রাজ্যসভার সদস্য। এর মধ্যে ২০১৪ সালে জিতেছিলেন বিজেপির টিকিটে। ২০১৮ সালে নিজেকে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছিলেন তিনি। তাঁকে প্রার্থী করায় এদিন, এক্স হ্যান্ডলে বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ দেন দিলীপ রায়। লেখেন, মোদিজির সুযোগ্য নেতৃত্বে শুধু কেন্দ্রেই নয়, ওড়িশাতেও জয়ী হবে বিজেপি।

17th     April,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ