দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

কয়লা দুর্নীতিতে সাজাপ্রাপ্ত দিলীপ রায়কে প্রার্থী করল বিজেপি

ভুবনেশ্বর: না খাউঙ্গা, না খানে দুঙ্গা। দুর্নীতির বিরুদ্ধে নিজেকে ক্রুসেডার হিসেবে তুলে ধরতে এই স্লোগানই দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু ওড়িশার বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী করল কয়লা ব্লক কেলেঙ্কারিতে সাজাপ্রাপ্ত দিলীপ রায়কে।
কে এই দিলীপ রায়? একসময় বিজু জনতা দলের প্রধান নবীন পট্টনায়েকের ঘনিষ্ঠ নেতা ছিলেন তিনি। অটলবিহারী বাজপেয়ি মন্ত্রিসভায় যথন রয়েছে নবীনের দলও। সেই দলেরই প্রতিনিধি হিসাবে কয়লা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্বভার সামলেছিলেন এই দিলীপ রায়। ১৯৯৯ সালে ঝাড়খণ্ডের গিরিডি জেলার একটি পরিত্যক্ত কয়লা খনি বণ্টনের দায়িত্ব এক বেসরকারি সংস্থার হাতে তুলে দেন তিনি। সেই বণ্টনে অনিয়মের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে সিবিআই। মোদি জমানায় ২০২০ সালে দোষী সাব্যস্ত হন প্রাক্তন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী। তাঁর তিন বছরের কারাদণ্ড হয়। গত ৮ এপ্রিল দিল্লি হাইকোর্ট তাঁর আবেদনে সাড়া দিয়ে নিম্ন আদালয়েকর রায়ে স্থগিতাদেশ দেয়। এরপরই ৭১ বছরের দুর্নীতিতে সাজাপ্রাপ্ত ওই নেতাকে রাউরকেল্লা আসনে টিকিট দিল বিজেপি। তিনি এই কেন্দ্রের তিনবারের বিধায়ক ও দু’বারের রাজ্যসভার সদস্য। এর মধ্যে ২০১৪ সালে জিতেছিলেন বিজেপির টিকিটে। ২০১৮ সালে নিজেকে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছিলেন তিনি। তাঁকে প্রার্থী করায় এদিন, এক্স হ্যান্ডলে বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ দেন দিলীপ রায়। লেখেন, মোদিজির সুযোগ্য নেতৃত্বে শুধু কেন্দ্রেই নয়, ওড়িশাতেও জয়ী হবে বিজেপি।
3Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা