দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

রামনাথপুরমে ৫ নির্দলই ওপিএস, ধন্দে ভোটাররা

সৌম্য নিয়োগী, রামনাথপুরম: ওপিএস বনাম ওপিএস বনাম ওপিএস বনাম ওপিএস বনাম ওপিএস! পাঁচজনেরই এক নাম। পাঁচজনই নির্দল প্রার্থী। একজন শুধু ‘আম্মা’ঘনিষ্ঠ প্রাক্তন মুখ্যমন্ত্রী। ভোররাতে হাল্কা বৃষ্টির মধ্যে মণ্ডপম স্টেশনে নেমে রেলগেটের দিকে হেঁটে পরপর ছ’টা পোস্টার।একজন শুধু পনীরসেলভম, ‘ও’ নেই। মাঝরাতে মাদুরাই থেকে ট্রেনে উঠে রামনাথপুরম নামার কথা ছিল। তার বদলে সোজা মণ্ডপম। সেটাও পামবান ব্রিজ বন্ধ থাকায় ট্রেন আর এগোবে না বলে। ফিরতি ট্রেনের যাত্রী ডেকে না দিলে কোথায় যে ঘুম ভাঙত কে জানে! ভারতের প্রান্তিক স্টেশনে নেমে দেখলাম, পুরো টিকিট কাউন্টারই হাওয়া। রামনাথপুরমের বাস ধরতে গিয়েই ওপিএস কেলেঙ্কারির মুখোমুখি। বাসে উঠে বুঝলাম আমি একা নই, কোনটা আসল প্রাক্তন মুখ্যমন্ত্রী তা নিয়ে এলাকাবাসীও খানিক ধন্দে।
‘ধন্দের কিছুই নেই। ওরা সব জালি। আই অ্যাম ওরিজিন্যাল ওপিএস অ্যান্ড মাই সিম্বল ইজ জ্যাকফ্রুট!’ দুপুর ১টা নাগাদ কারুম্বুকুট্টামের ছোট্ট রাস্তায় মাথা জ্বালিয়ে দেওয়া রোদের মধ্যেই একেবারে জলের মতো সহজ করে বিষয়টি বুঝিয়ে দিলেন স্বয়ং তিনবারের মুখ্যমন্ত্রী ও পনীরসেলভম। বাকিদের প্রতীক হল ‘আঙুরগুচ্ছ’, ‘গ্লাস’ ‘বালতি’, কৃষক ও আখগাছ’ ও ‘মটরশুঁটি’। আসল ওপিএস জয়ললিতার একান্ত অনুগত। কিন্তু নেত্রীর প্রয়াণের পর কোণঠাসা হয়ে শেষপর্যন্ত দলছাড়া হতে হয়েছে তাঁকে। ‘পয়া’ আসন খুইয়ে বহিষ্কৃত এআইএডিএমকে নেতা এবার নির্দল হয়ে রামনাথপুরমে। পাশে পেয়েছেন মোদির বিজেপিকে। কানফাটানো পটকার আওয়াজের মধ্যেই গাড়ির মাথা থেকে চিৎকার ছুড়ছেন, ‘আমাকে চেনেন তো? ভ্যানের সামনে জমায়েত ৩০-৪০ জন হাত তুলে চেঁচাচ্ছে, ‘ওপিএস’। আবার ‘আমার প্রতীক জানেন তো?’ জবাব আসছে সামনে থেকে, ‘পালাপ্পালাম’, মানে কাঁঠাল আর কী! মাথায় সিঁদুরের ‘ড্যাশ’ পরা ওপিএস এবার আরও গম্ভীর গলায়, ‘মনে রাখবেন পাঁচজন পনীরসেলভম রয়েছেন। আমিই আসল। ১৯ তারিখ কাঠাল চিহ্নে ভোট দেবেন।’ 
রামনাথপুরম কেন্দ্রে ওপিএসের সঙ্গে মূল লড়াই ডিএমকে জোট প্রার্থী আইইউএমএলের নওয়াজ কানির। আম্মার দলের বাজি কৃষক জয়পেরুমল। সংগঠনের হাড়ির হাল বুঝে দলছাড়া প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আঁকড়ে ধরেছে পদ্মপার্টি। ওপিএস নিজে কচ্ছথিবু-মৎস্যজীবীদের চাইতে এআইএডিএমকে-কে বর্তমান নেতা পালানিস্বামীর হাত থেকে ছিনিয়ে আনতেই বেশি আগ্রহী। তাই তো একদা যাঁর বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, আম্মার সেই  সখী শশিকলা এবং তাঁর ভাইপো টিটিভি দিনাকরণের সঙ্গে হাত মিলিয়েছেন। দিনাকরণকে নিজের জেলা থেরি থেকে লড়াইতেও নামিয়েছেন। 
রামেশ্বরম থেকে ফেরার পথে আসল ওপিএসের প্রচারে আটকে পড়েছিল বাস। পাশের সহযাত্রী একটু উঠে বাইরে দেখেই বসে পড়লেন। জিজ্ঞাসা করলাম, ‘ওপিএস জিতবে?’ বললেন, ‘ধুর, ওটা তো ওঁর থেভার সম্প্রদায়ের এলাকা। তাই একটু নাচানাচি করছে!’
3Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা