দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

সলমনের বাড়িতে গুলি কাণ্ড: ৩ বার রেকি করেছিল অভিযুক্তরা

মুম্বই: সলমন খানের বাড়িতে গুলি চালাতে হবে। এই নির্দেশ এসেছিল উপর মহল থেকে। এমন হাইপ্রোফাইলের বাড়িতে গুলি চালানো কি সহজ কাজ? তাই পরিস্থিতি জরিপ করতে গুলি চালানোর আগে কমপক্ষে তিনবার রেকি করেছিল অভিযুক্তরা। সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় মঙ্গলবার আদালতে এমনই তথ্য দিয়েছে পুলিস। ধৃত দু’জনকে ম্যাজিস্ট্রেট আদালতে এদিনই পেশ করা হয়। ২৫ এপ্রিল পর্যন্ত তাদের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। এদিন সলমন খানের বাড়িতে গিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে। 
গত রবিবার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি শূন্যে গুলি চালায় দু’জন। আমেরিকায় বসে পরিকল্পনা করেছিল লরেন্স বিষ্ণোই গ্যাং। কাজের দায়িত্ব পড়ে স্থানীয় দুষ্কৃতীদের উপর। সিসি ক্যামেরা ফুটেজ দেখে তাদের চিহ্নিত করা হয়। ঘটনার পর থেকে পলাতক ছিল তারা। সোমবার রাতে গুজরাতের কচ্ছ জেলা থেকে ভিকি গুপ্ত (২৪) ও সাগর পাল (২১) নামের দু’জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের মুম্বই নিয়ে আসা হয়। পুলিস জানিয়েছে, রবিবার ভোরে বাইক চালাচ্ছিল ভিকি। গুলি চালানোর আগে কমপক্ষে তিনবার সলমনের অ্যাপার্টমেন্টের চারিদিকে চক্কর কেটেছিল তারা। ভিকির পিছনে বসে সাগরই বাড়ি লক্ষ্য করে গুলি চালায় ভোর পাঁচটা নাগাদ। জেরায় তারা স্বীকার করেছে গুলি চালানোর বিষয়টি। এই ঘটনার মূলচক্রী কে, তা জানার জন্য ধৃতদের ১৪ দিনের হেফাজতে চায় পুলিস। যদিও বিচারক ন’দিনের অর্থাৎ ২৫ এপ্রিল পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। ২৬ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। এদিন আদালতে পুলিসের তরফে বলা হয়েছে, সলমনকে খুন করার পরিকল্পনা ছিল অভিযুক্তদের। 
রবিবারই এই ঘটনার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। সোশ্যাল মিডিয়ায় জানানো হয়, এটা ট্রেলার ছিল। পুলিসের দাবি, যে অ্যাকাউন্ট থেকে এই পোস্ট হয়েছিল সেটি পর্তুগাল থেকে চালানো হচ্ছিল। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিস। ঘটনার দু’দিন পর অভিনেতার সঙ্গে দেখা করতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে। সলমনের বাবা সেলিম খানের সঙ্গেও দেখা করেন তিনি। মুখ্যমন্ত্রী আসায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট চত্বরের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছিল। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা শিকড় খুঁজে বের করবই। সলমনের পাশে সরকার সবসময় আছে। আমরা লরেন্স বিষ্ণোইকে শেষ করে দেব।’
গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে মুখ্যমন্ত্রী একনাথ
3Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা