দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

মাইসুরুতে বিজেপির রাজার সঙ্গে কংগ্রেসের ‘আম আদমি’র লড়াই

বেঙ্গালুরু: টিপু সুলতান নেই। তবু মাইসুরুতে রয়ে গিয়েছে রাজ ঘরানা। স্বাধীন দেশে স্থানীয় রাজা এতদিন আলঙ্কারিক হিসেবে কাজ চালাতেন মাইসুরুতে। পূজা-পার্বণে তাঁর দেখা মিললেও রাজনীতি ছিল নৈব নৈব চ। সেই রাজা এবার ভোটের ময়দানে বিজেপি প্রার্থী। যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ারকে মাইসুরু লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। তাঁর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী করেছে এম লক্ষ্মণকে। কর্ণাটক রাজনীতিতে লক্ষ্মণ পরিচিত মুখ। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র তিনি। মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার বরাভয় তাঁর বড় ভরসা। স্বয়ং সিদ্ধারামাইয়া বলেছেন, ‘লক্ষ্মণকে ভোট দেওয়া মানে আমাকেই ভোট দেওয়া। তাঁর জয় আসলে আমারই জয়।’ তবু রাজার কাছে তিনি ‘সামান্য’ মানুষ। তাই মাইসুরু কেন্দ্রে ‘রাজা’ বনাম ‘আম আদমি’র লড়াই ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। কংগ্রেস এবার রাজনৈতিক স্লোগানও তৈরি করেছে— ‘রাজা বনাম সামান্য প্রজা।’ সেই প্রচারে কাজও এসেছে। কংগ্রেসের প্রচারে ভিড়ও হচ্ছে যথেষ্ট।
কংগ্রেস অবশ্য মাইসুরু কেন্দ্র জিততে চেষ্টার কোনও খামতি রাখছে না। জাতপাতের অঙ্কে সাফল্য আনতে শুরু হয়েছে ভোক্কালিগা কার্ড খেলা। তাঁদের প্রার্থী লক্ষ্মণ যে ভোক্কালিগা, সেই বিষয়টি নিয়ে কংগ্রেস জোরদার প্রচার করছে। ভোক্কালিগারাও কংগ্রেসের এই সিদ্ধান্তে খুশি। কর্ণাটক কংগ্রেসের প্রধান তথা উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারও ভোক্কালিগা। সিদ্ধারামাইয়া, লক্ষ্মণ এবং শিবকুমার যৌথভাবে প্রচার করে ‘ভোট ফর ভোক্কালিগা’র ডাক দিয়েছেন। তার প্রভাবও পড়েছে যথেষ্ট। সাধারণ নির্বাচনে স্থানীয় বিষয় কতটা গ্রহণযোগ্য? এক ভোক্কালিগা নেতা জানান, ‘জাতীয় বিষয় তো রয়েছে। তবে আমাদের স্থানীয় বিষয় চিন্তা করতে হবে।’ 
ভোক্কালিগা ভোট টানতে চেষ্টা চালাচ্ছেন বিজেপি প্রার্থী ওয়াদিয়ারও। তিনি ভোক্কালিগাদের পূজ্য আদি চুনচানগিরি মঠ এবং তাঁদের আইকন নির্মলানন্দ নাথ স্বামীজির মন্দিরে ‘দর্শন’ করেছেন। কর্ণাটকে এবার প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার জনতাদল সেকুলারের সঙ্গে জোট করেছে বিজেপি। জেডিএসের ভোক্কালিগা ভোটের পাশাপাশি বিজেপির ব্রাহ্মণ ভোটের উপর ভরসা করে মাইসুরু ভোট বৈতরণী পার হওয়ার স্বপ্ন দেখছেন ওয়াদিয়ার। মাইসুরু এবং কোডাগু জেলার আটটি বিধানসভা কেন্দ্র রয়েছে এই লোকসভার অধীনে। বিধানসভা কেন্দ্রগুলি হল— মেদিকারি, বিরাজপেট, পেরিয়াপাটনা, হুনাসুরু, চামুণ্ডেশ্বরী, কৃষ্ণরাজা, চামরাজা, নরসিমারাজা। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে আটটি কেন্দ্রের মধ্যে পাঁচটি গিয়েছে কংগ্রেসের ঝুলিতে। বাকি দু’টিতে জেডিএস এবং একটি রয়েছে বিজেপির দখলে। অনেকেই মনে করছেন, বিজেপির প্রতাপ সিমহা ১০ বছর ধরে এই কেন্দ্রের সাংসদ ছিলেন। মুখ বদলে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া আটকাতে চেয়েছে বিজেপি। মাইসুরুর ভোট নিয়ে সবচেয়ে চাপে রয়েছেন সিদ্ধারামাইয়া নিজে। ২০২৩ সালের বিধানসভায় বিপুল ভোটে জেতার পরে জয় ধরে রাখাটাই চ্যালেঞ্জ তাঁর।
3Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা