বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

কেউ বলদে টানা গাড়িতে, কেউ বেচছেন সব্জি, তিরুচিরাপল্লিতে চমকদার ভোট প্রচারে মজে প্রার্থীরা

সৌম্য নিয়োগী, ত্রিচি: আর মাত্র চারদিন বাদে ভোটগ্রহণ। শেষ মুহূর্তে প্রচার তুঙ্গে তামিলভূমে। ভোটারদের চোখ টানতে ও মনে পেতে নিত্য নতুন অদ্ভুত উপায়ে প্রচারে নামছেন প্রার্থীরা। এই জাল্লিকাট্টুর দেশে হামেশাই রাস্তায় দেখা মেলে বলদটানা গাড়ির। সেই গাড়িকেই প্রচারের জন্য মাঝেমধ্যে বেছে নিচ্ছেন তিরুচিরাপল্লি কেন্দ্রের এআইএডিএমকে প্রার্থী পি কারুপ্পাইয়া। পিছিয়ে নেই স্বচ্ছ শৌচ আন্দোলনের নেতা তথা পদ্মশ্রী প্রাপক এস দামোদরমও। নির্দল প্রার্থী। ৬২ বছর বয়সেও অভিনব প্রচারে পাল্লা দিচ্ছেন প্রধান রাজনৈতিক দলগুলির সঙ্গে। রোজ রোজ বিভিন্ন বাজারে কখনও ফুল, কখনও সব্জি-ফল নিয়ে বসছেন তিনি। আর কেউ কিছু কিনতে এলেই ওজন করতে করতেই সারছেন প্রচার। কারুপ্পাইয়ার প্রচারের জন্য ব্যস্ত রাস্তায় যানজট বাড়লেও দামোদরমের প্রচারের ধরনে খুশি জনতা। যদিও পদ্মশ্রীপ্রাপক ভোট কত পাবেন, তা নিয়ে সংশয় থাকছেই।
সম্প্রতি এই কেন্দ্রের কারুমণ্ডপমে বলদে টানা গাড়ি চড়ে প্রচারে বেরিয়ে ছিলেন জয়ললিতার দলের প্রার্থী কারুপ্পাইয়া। সঙ্গে ছিলেন দলের প্রাক্তন মন্ত্রী সি বিজয়ভাস্কর। সাতসকালে সেই অদ্ভুত প্রচার দেখে থমকে গিয়েছিল গোটা এলাকার রাস্তা। কোথাও মন্দির চোখে পড়লে সেই গাড়ি থেকে নেমে পুজোও দিচ্ছিলেন প্রার্থী। এমন প্রচার বাংলাতেও চোখে পড়ে। কিন্তু প্রার্থী নিজে বাজারে বসে সব্জি বিক্রি করছেন, এমন দৃশ্য বিরল। সেটাই করে দেখিয়েছেন নির্দল দামোদরম। গ্যাস স্টোভ তাঁর প্রতীক। ত্রিচির গান্ধী মার্কেটে তাঁকে সব্জি নিয়ে বসতে দেখে অবাকও হয়েছিল বাজারে আসা লোকজন। পরে কথা বলতে গিয়ে তাঁদের ভুল ভাঙে। কারণ, তাঁর গ্রামালয় এনজিও দক্ষিণ ভারতের কম করেও ৬০০টি গ্রাম, ২০০টি শহুরে বস্তিতে সক্রিয়। প্রায় ৬ লক্ষ বাড়িতে তিনি শৌচালয় গড়ে দিয়েছেন। এবার তিনি চান, লোকসভায় ত্রিচির সমস্যার কথা তুলে ধরতে। এক মহিলাকে বেগুন বিক্রি করতে করতেই এশহরে ভূমিপুত্র জানালেন, ত্রিচিকে ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বানাতে চাই। এখানে একটা রিং রোড দরকার। নিত্যদিনকার যানজটের সমস্যা থেকে মুক্তি পেতে চান সাধারণ জনতা। যদিও রাজনৈতিক মহল বলছে, এই কেন্দ্রের ভাগ্য নির্ধারক কৃষকরাই। সেই কারণেই বলদে টানা গাড়ি কিংবা সব্জি বিক্রির মতো কৃষকদরদী প্রচার করত দেখা যাচ্ছে প্রার্থীদের। ডিএমকে অবশ্য স্ট্যালিন-কমল হাসানের চমকেই জয় ছিনিয়ে আনতে বদ্ধপরিকর।

17th     April,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ