দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

কাঠফাটা রোদ সত্ত্বেও সিতাইয়ে অভিষেকের রোড শো জনসমুদ্র

মনসুর হাবিবুল্লাহ, সিতাই: শনিবার বিকেলে কোচবিহারের সিতাইয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে রোড শো করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি হেলিকপ্টার থেকে নেমে দত্তপাড়া মোড় থেকে রোড শো শুরু করেন। বিকেল ৩টায় তখন কাঠফাটা রোদ। সেইসঙ্গে প্রচণ্ড গরম। এসবকে উপেক্ষা করে রাস্তার দু’ধারে সারি সারি মানুষের লাইন। বাড়িতে বাড়িতে ‘উই লাভ অভিষেক’ ফ্লেক্সের ছড়াছড়ি। দোতালার বারান্দা থেকে মহিলারা হাত নাড়ছেন। হুডখোলা গাড়িতে অভিষেক এগিয়ে চলছেন। পিছনে ঢল নেমছে মানুষের। গাড়ির সামনে পিছনে বিশাল মিছিল। সিতাইয়ের দত্তপাড়া থেকে বিডিও অফিসের মোড় পর্যন্ত যেন জনসমুদ্র। চারদিকে সবুজ পতাকায় মোড়া। 
উচ্ছ্বসিত অভিষেক মিছিলে গোলাপের পাপড়ি ছুড়ে দেন। রোড শো শেষে সিতাই বিডিও অফিস মোড়ে তিনি জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, কোচবিহারে এবার জয় নিশ্চিত। বিজয় মিছিল করতে আমি ফের আসব। তৃণমূলকে ভোট না দিলে বঞ্চিত হবে বাংলা। পাঁচ বছর আগে ভোট নিয়ে যে বেইমানি করেছে বিজেপি, তাদের এবার উচিত শিক্ষা দেওয়ার ভোট। বিদায়ী বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের নাম উল্লেখ না করে তিনি বলেন, সাধারণ মানুষের আশীর্বাদে নেংটি ইঁদুর বাঘে পরিণত হয়েছিল। এবার সেই বাঘকে ফের ইঁদুরে পরিণত করতে হবে। 
চৈত্র সেলে উপচে পড়েছিল মহিলাদের ভিড়। জনতার কাছে অভিষেক জানতে চান এত ভিড় কেন? মহিলারা জানিয়ে দেন, লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির জন্য। কোচবিহারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের খতিয়ান এদিন তুলে ধরেন অভিষেক। সেই খতিয়ান প্রতি বুথে ১০ জনের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান প্রতিটি কর্মীকে। ইভিএমের ১ নম্বর বোতামের জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। কোচবিহারের উন্নয়নের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন অভিষেক। তিনি বলেন, নির্বাচনে জেতার পরে নিশীথ প্রামাণিককে কোচবিহারে দেখা যায়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এসেছেন। তাই কানে শুনে নয়, এবার চোখে দেখা উন্নয়ন দেখেই তিনি ভোট দিতে বলেন মানুষকে। তিনি আরও বলেন, কোচবিহার জেলায় ৭ লক্ষ ৯২ হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। ৩০ লক্ষ ৫৯ হাজার ২৯২ জন রেশন পাচ্ছে। তৃণমূল ভোটে জিতলেই ৩১ ডিসেম্বরের মধ্যে সকলেই আবাস যোজনার ঘর পাবেন। কেন্দ্রের বিএসএফ রাজবংশী যুবকদের গুলি করে মেরেছে সীমান্তে। ভোটের সময় শীতলকুচিতে তরতাজা যুবকদের গুলি করে মেরেছে সিআইএসএফ। বাংলার মানুষের সঙ্গে পাঁচ বছর যা করেছে, তার জবাব দেওয়ার ভোট এটা। সিতাইয়ের বিজেপির কনভেনর দীপক রায় বলেন, ভয়-ভীতি দেখিয়ে লোক নিয়ে আসা হয়েছে। অনেকেই হেলিকপ্টার দেখতে এসেছেন। ভোটে  এর প্রভাব পড়বে না।  -নিজস্ব চিত্র
3Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা