দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

হিমাচলে সঙ্কটমুক্ত সুখু সরকার, দাবি কংগ্রেস নেতৃত্বের

নয়াদিল্লি: কয়েকদিনের টালমাটাল দশা কি পুরোপুরি কাটিয়ে উঠতে পারল হিমাচল প্রদেশের কংগ্রেস সরকার? প্রিয়াঙ্কা গান্ধীর দৌত্যে রাজ্য সরকার এখন সঙ্কটমুক্ত বলে দাবি করেছে কংগ্রেস।  রবিবার সন্ধ্যায় ‘বিদ্রোহী’  বিক্রমাদিত্য সিংয়ের সঙ্গে কংগ্রেস সাধারণ সম্পাদকের বৈঠকের পরই বরফ গলেছে।  প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রয়াত কংগ্রেস নেতা বীরভদ্র সিংয়ের ছেলের সঙ্গে প্রিয়াঙ্কার বৈঠকে ছিলেন কেসি বেণুগোপালও। দলের দুই শীর্ষ নেতৃত্বের সামনে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন বিক্রমাদিত্য। দেড় ঘণ্টার বৈঠকে পাহাড়ি এই রাজ্যে দল তথা সরকারের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। এরপরই হাত শিবিরের দাবি, আশঙ্কার যাবতীয় কালো মেঘ কেটে গিয়েছে। 
কংগ্রেস হাইকমান্ড সূত্রে মুখ্যমন্ত্রী পরিবর্তনের সম্ভাবনাতেও জল ঢেলে দেওয়া হয়েছে। সুখুর নেতৃত্বের প্রতিই আস্থা রাখছে শীর্ষ নেতৃত্ব। সঙ্কট নিরসনের দায়িত্বের সঙ্গে যুক্ত ওই কংগ্রেসের ওই সূত্র জানিয়েছে, সরকারের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সুখু সরকার পুরো পাঁচ বছরের মেয়াদেই হিমাচলের মানুষের হয়ে কাজ করবে। অর্থবল বা অন্য কোনও কৌশলে সরকার ভাঙার চক্রান্ত সফল হবে না। 
দলের ওই সূত্র জানিয়েছে, বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। হিমাচলের মানুষ ‘আয়ারাম-গয়ারামে’র রাজনীতি পছন্দ করেন না। এজন্যই দলীয় নেতৃত্ব ওই বিধায়কদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে।  বিজেপি ও বিদ্রোহী বিধায়কদের একাংশ সুখু সরকারের স্থায়িত্ব নিয়ে মিথ্যে খবর ছড়াচ্ছেন। শুধু তাই নয়, বিদ্রোহীদের মধ্যে বেশ কয়েকজন এক ক্ষমা চেয়ে বার্তা পাঠাচ্ছেন বলেও ওই সূত্রে দাবি করা হয়েছে। 
উল্লেখ্য, কিছুদিন আগে রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করেই সমস্যার সূত্রপাত। ৬ জন বিদ্রোহী বিধায়কের জন্যই রাজ্যসভায় নিশ্চিত আসন হাতছাড়া হয় কংগ্রেসের। তাঁরা বিজেপি প্রার্থীর হয়ে ক্রস ভোট করেন। এরফলেই টলোমলো হয়ে উঠেছিল সুখু সরকার। -ফাইল চিত্র
4Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা