দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

ললিত মোদির হয়ে মামলা নিয়ে আপের কটাক্ষ, পাল্টা জবাব বাঁশুরি স্বরাজের

নয়াদিল্লি: বিজেপির প্রথম দফার প্রার্থীতালিকা নিয়ে নানা ধরনের কটাক্ষ হেনেছে বিরোধী শিবির। এরইমধ্যে নয়াদিল্লি আসনে গেরুয়া শিবিরের প্রার্থী বাঁশুরি স্বরাজকে নিয়েও প্রশ্ন তুলেছে আম আদমি পার্টি (আপ)।  বিজেপির প্রয়াত নেত্রী সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরি পেশায় আইনজীবী। আপের দাবি, দেশ থেকে ফেরার ললিত মোদির হয়ে মামলা লড়েছেন বাঁশুরি। এজন্য তাঁর বিরুদ্ধে আদালতে ‘দেশ বিরোধী’ শক্তিকে সাহায্য করার অভিযোগে সরব অরবিন্দ কেজরিওয়ালের দল। আপের এই আক্রমণের জবাব দিতে দেরি করেননি বিজেপি প্রার্থী। পাল্টা আপ প্রার্থীকে নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। সুষমা-কন্যা বলেছেন, আপ এমন একজনকে প্রার্থী করেছে যিনি রাজেন্দ্রনগরে নিজেদের দলের কর্মীদের হাতেই আক্রান্ত হয়েছেন। ওই প্রার্থীকে তো আপের কর্মীরাই পছন্দ করেন না। এমন একজনকে আপ কেন প্রার্থী করল? সেইসঙ্গে তিনি বলেছেন, লোকসভা ভোটেই আপকে এর জবাব দেবে জনতা। 
ঘটনার সূত্রপাত রবিবার। ওই সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রার্থী বাঁশুরীর বিরুদ্ধে আদালতে ‘দেশবিরোধী শক্তি’র প্রতিনিধিত্ব করার অভিযোগ তোলে আপ।  তাদের দাবি, ললিত মোদির হয়ে মামলা লড়েছেন বাশুঁরি। এমনকী, মণিপুর কাণ্ডের পর মামলায় আদালতে কেন্দ্রের পক্ষে সওয়াল করেছেন সুষমা-কন্যা। এই কাজের জন্য দেশের মানুষের কাছে বাশুঁরির ক্ষমা চাওয়ার দাবিও জানান দিল্লি সরকারের মন্ত্রী অতিশী মারলেনা। বিজেপির কাছে প্রার্থী বদলের দাবিও তোলে আপ। নয়াদিল্লি আসনের আপ প্রার্থী সোমনাথ ভারতীও বাঁশুরির ক্ষমা প্রার্থনার দাবি জানান।
4Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা