দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

ভোটের ময়দান ছাড়লেন বরাবাঁকির বিজেপি সাংসদ

নয়াদিল্লি: পবন সিংয়ের পর এবার উপেন্দ্র সিং রাওয়াত। লোকসভা ভোটের ময়দান থেকে সরে দাঁড়ালেন আরও এক বিজেপি প্রার্থী। নেপথ্যে সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি অশ্লীল ভিডিও। যেখানে বিদায়ী সাংসদ উপেন্দ্রকে এক বিদেশিনীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যাচ্ছে। যদিও, এই ভিডিওকে প্রযুক্তির কারসাজি বলে দাবি করেছেন সাংসদ। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিস এফআইআরও দায়ের করেছে। তবে সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি কোনও ভোটেই লড়বেন না বলে সাফ জানিয়েছেন উপেন্দ্র।  
বাংলার আসানসোল লোকসভা কেন্দ্র থেকে ভোজপুরী অভিনেতা-গায়ক পবন সিংকে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু, নেটমাধ্যমে তাঁকে ঘিরে কিছুটা বিরূপ প্রচার শুরু হতেই হাত গুটিয়ে নেন এই ভোজপুরী সেলেব। এবার একই কায়দায় যোগীরাজ্য উত্তরপ্রদেশেও উপেন্দ্রর উইকেট হারাল গেরুয়া শিবির। আসন্ন লোকসভা ভোটের জন্য প্রথম দফার প্রার্থী তালিকায় উত্তরপ্রদেশের বরাবাঁকি আসনে উপেন্দ্রকে দ্বিতীয়বার টিকিট দিয়েছিল পদ্মশিবির। আর ঠিক তারপরই ওই ভিডিওটি ভাইরাল হয়। বিদায়ী সাংসদের দাবি, দ্বিতীয়বার তাঁর টিকিট পাওয়ার বিষয়টি কারও হজম হয়নি। তাই তাঁর ভাবমূর্তি কালিমালিপ্ত করতে এই ভুয়ো ভিডিও ছড়ানো হয়েছে। 
এক্স হ্যান্ডেলে উপেন্দ্র লিখেছেন, ‘ডিপফেক এআই প্রযুক্তির মাধ্যমে ওই ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমি এফআইআর দায়ের করেছি। দলের সর্বভারতীয় সভাপতিকে বিষয়টি তদন্ত করে দেখার আর্জি জানাচ্ছি। যতদিন না সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হচ্ছি, ততদিন কোনও নির্বাচনেই আমি লড়ব না।’
4Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা