দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

মহুয়ার আর্জি খারিজ করল দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি: দিল্লি হাইকোর্টে স্বস্তি পেলেন না তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। অর্থের বিনিময়ে প্রশ্ন মামলায় সোমবার তাঁর আবেদন খারিজ করে দিল দিল্লির আদালত। বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে এবং আইনজীবী অনন্ত দেহাদ্রির অভিযোগ, সংসদে প্রশ্ন করার জন্য ব্যবসায়ী দর্শন হিরানন্দানির থেকে ঘুষ নিয়েছিলেন মহুয়া। তাঁরা যাতে ঘুষ নেওয়ার অভিযোগ সংক্রান্ত তথ্য পোস্ট করা, প্রকাশ করা, আপলোড করা এবং বিতরণ করা থেকে বিরত থাকেন, সেই কারণেই আদালতের শরণাপন্ন হয়েছিলেন তৃণমূল নেত্রী। কিন্তু, দিল্লি হাইকোর্ট তাঁর সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে। 
প্রসঙ্গত, অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন মামলার প্রেক্ষিতে ডিসেম্বরে লোকসভা থেকে বহিষ্কার করা হয় মহুয়াকে। অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক ও সমালোচনামূলক প্রশ্ন করার জন্য তাঁকে নগদ ২ কোটি টাকা এবং দামি উপহার দেওয়া হয়। এরপরই সংসদের এথিক্স কমিটি তাঁকে অপসারণের সুপারিশ করে। কমিটির রিপোর্টে দাবি করা হয়েছে, মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগগুলি প্রমাণিত এবং কোনওমতেই তা অস্বীকার করা যায় না। 
মহুয়া অবশ্য ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু, লগ-ইন সংক্রান্ত তথ্য শেয়ার করার কথা স্বীকার করেছেন। তৃণমূল নেত্রীর যুক্তি ছিল, সাংসদরা এই ধরনের তথ্য দিয়েই থাকেন। এমন ঘটনা নতুন নয়। 
4Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা